বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১


হারিয়ে খুঁজে পাওয়া 

শাপলা শালুক ভরা সেই জলপাই রঙের 
স্থির জলে, বিকেলের আলোয়  ভাসে 
জারুল রঙ্গী ভালবাসা 
শুক্রতারা উঠে আসে বেগুনি আকাশে 
নিঃশ্বাসের উত্কলিত বলয়ে 
জীবনের অপূর্ণ কামনা 
খেলে বকুল গন্ধের সেই মন মাতানো খেলা  
অনেক অব্যক্ত কথা পড়ে রয় 
ঝরা ফুলের বুকে  
তবু ও হৃদয় এঁকে যেতে চায় বহুরঙ্গী পটভূমি, 
অশ্রুবিন্দুর তপনে ছিল কত 
যে সুপ্ত আবেশ, তার 
বন্য লতার রূপে জড়ানো সাধ, জানি ছিল না 
কোনো অপরাধ, ছাদের ভুবনে 
আঁধার নামার আগে 
জোছনার পরিধানে, জীবনের সেই স্পৃহা প্রদেশ 
জেগে উঠে ছিল, গন্ধরাজের অজানা 
চুম্বকীয় যেন সাম্রাজ্য,
সাগরের কোলাহলে হারিয়ে এসেছিল নদী, গভীর 
নিরবতা, উপেক্ষিত তীরের প্রান্তর 
অভিশাপিত একান্তবাস, 
অবসাদের পলিমাটি, তলানির স্বপ্ন, অশান্ত 
অন্তর্মনের উপত্যকা, ভাঙনের
ব্যথা, এখানেই তার পরিপূর্ণতার ছিল পূর্ণ বিরাম.

-- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/