বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris.jpg 3

বন্য নদীর পার - -

জীবনের অনেক অস্পর্শিত কোণ
যেমন চায় উন্মুক্ততা, আর
ভাবনার পাণ্ডুলিপি খুঁজে
মরে সারাটা জীবন
এক উদারমনা
প্রকাশক,
সম্ভবতঃ নিঃশর্ত ভালবাসার ওই
ঠিকানা চিরদিনই কুলুপ আঁটা,
নিরূদ্দেশ, শুন্য দ্বারদেশে
পড়ে রয় কিছু
বেনামা
চিঠির স্তুপ, ও একরাশ শুকনো -
রজনীগন্ধার ডাঁটা, আর
আশেপাশের কিছু
আগ্রহী চোখ !
ফিরে
আসে জীবন, ক্লান্ত পায়ে সর্বোচ্চ
তল হতে নিচ তলায় চুপচাপ,
সাঁঝের আকাশে এখন
যথারীতি রঙের
উৎসব,
সুদুর বনমহলে মহুয়ার শাখায় -
সম্ভবত মাদক ফুলের বাহার,
আবার কোন ঋতুবিহারী
পাখীর ডাকে মন
উড়ে যেতে
চায় অনেক দূর বন্য নদীর পার।

* *
- শান্তনু সান্যাল


 

http://sanyalsplanet.blogspot.in/
paintings by Robin Street-Morris 2

মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

কিসের অভিলাষে - -

জীবনের সারমর্ম ছিল খুবই সংক্ষিপ্ত,
এক ফালি সকালের আলো আর
কিছু পুষ্পিত ফুলের হাসি,
মেঘ ও রোদ্দুরে
ওই ঝুলন্ত
গ্রাফ,
সুখ দুঃখের হিম বিন্দু তে খচিত - -
মায়ার জাল, জানি না কিসের
অভিলাষে তারা গেছে
ধেয়ে মৃগতৃষ্ণা
নিয়ে
বুকে, রাতের শেষ প্রহরে উঠে গেছে
মরুদ্যানের আলোকিত মেলা,
সকালের আবছা আলোয়
দেখি, বালির স্তৃপে
ঝরে আছে
কিছু
কাঁটাগাছের নিশি মুকুলিত ফুলের - -
একরাশ পাপড়ি - -

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Linda Kemp Watercolor.jpg

সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

এক যুগের তফাৎ - -

 সে আবার, স্মরণ করিয়ে চলেছে পাতা
ঝরার ঋতু, পল্লব বিহীন গাছের
বাস্তবতা, ধুসর আকাশের
উপেক্ষা, আসলে
বিহানের
ওই কচি আলোর বয়স চিরদিনই অল্প,
দুপুরের সাথে হয় ওঠে তিক্ত !
দীর্ঘস্থায়ী বলতে এখানে
কিছুই নেই, সকাল
ও সন্ধ্যার
মাঝে ছিল এক যুগের তফাৎ, আঁধার
'ত ছিল, সম্ভবতঃ এক সুন্দর
বাহানা, অনেক সময়ে
খুব কাছের বন্ধুও
চিনতে
দ্বিধা বোধ করে অসময়ে, জীবনের -
রঙ্গ হাজার, অবশ্যই কিছু
ব্যতিক্রম থাকে বৈকি,
যেমন তেতো
নীমের
ফলের স্বাদ মিষ্টি, আর মিঠা নীমের
ফল ভারী তেতো ! নিসর্গের
নিজের আছে বিধান,
আসল কি নকল
চেনাটা
খুবই মুশকিল, শুধুই অনুমানের - - -
গভীর স্রোতে, সুদুর ভেসে
যাওয়া !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
painting by Roslyn Hartwig

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

এক রাতের পান্থশালা - -

কে দুঃখিত নয় এই জগতে, কুটির হতে
স্ফটিক প্রাসাদ ! একেই কাহিনী
একেই নিগূঢ়তা, ধাতব
মুদ্রার দুই ভাগে
অঙ্কিত -
সেই চিরকালীন দৃশ্যের পুনরাবৃতি, - -
কতই না উর্ধ্বে নিক্ষেপ কর,
নিয়তির হাতে চিরদিন
থাকে সিদ্ধান্তের
মাথা বা
লেজ ! আশ্চর্যের কিছুই নেই এই মুহূর্তে,
হয়'ত তুমি এখন বিরাজমান
আছো ময়ুর সিংহাসনে,
পরবর্তী ক্ষণের
ভবিষ্যদ্বাণী
খুবই
জটিল,বহু আকাশচুম্বী অট্টালিকার - -
অসময়ে প্রোথিত হওয়া শুধুই
গল্প নয়, কেউ বলতে
পারে না, কখন
ও কি
ভাবে জীবনের নাগরদোলা যাবে থেমে,
ওই দিগন্তের পারে সে প্রতীক্ষমাণ
কিংবা দোরগোড়া হতে সে
গেছে ফিরে, বলা
খুবই মুশকিল
কোন
রূপে, কোন রঙ্গে, কোন পরিধানে সে -
ছিল সম্মুখে, শাশ্বত সে এক রহস্য,
এক প্রান্তে গুটতে গিয়ে দেখি
অন্য দিকে অলক্ষিত
ভাবে খুলে
চলেছে
অনুরাগের রেশমী তন্তু, ক্রমশঃ সুদূরে,
পৃথিবী অবাক চোখে যেন চেয়ে
আছে আমায়, আর আমি
আকুল নয়নে কাকে
যেন খুঁজে
চলেছি বৃথায়, মায়ার হাটে নীরবতার -
ছাড়া এখন কিছুই নেই, মরুযাত্রীর
দল অনেক আগেই গেছে
এগিয়ে, নতুন
গন্তব্যের 
সন্ধানে, সব কিছুই এখানে অস্থায়ী এক
রাতের পান্থশালা - -

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
painting of ling ching che

শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫

http://sanyalsplanet.blogspot.in/
night bloom

নিস্তব্ধ অন্তরে - -

আমার নিজস্ব বলতে কিছুই'ত ছিল
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের  সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy

বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

দিব্য সুরের ধারা - -


জানি না কে সে, মৃত অন্ধকার পেরিয়ে,
ক্লান্ত পায়ে, নিশীথের মায়া ভেঙে,
সদর দরজার মুখে দাঁড়িয়ে
রয় সারা রাত, বাহ্য
উঠোনের ধারে
রেখে যায়
গন্ধে মোড়ানো রঙীন খামে, কিছু অদৃষ্ট
স্বপ্নের চিঠি ! কিছু অভিনব আশার
লতা, প্লাস্টার খসা দেয়ালে
খুঁজে স্থায়ী ছাওনির
ঠিকানা, জানি
না কে সে
রাত্রি শেষে, কুয়াশায় ভেজা বুনো ফুলের
গায়ে, রেখে যায় অদৃশ্য বাউলের
একতারা, পাখিদের জাগরণে
খুঁজে জীবন তোমার
সিক্ত ভালবাসা,
জানি না
কারা ছিল শ্রীমন্ত, যারা খুঁজে পেয়েছে - -
দিব্য সুরের ধারা - -

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/