নিজস্ব বলে কিছুই নাই
প্রতিবন্ধিত রেল লাইনের দুই ধারে
কিছু চেনা অচেনা মুখ, জর্জরিত, ক্লান্ত
শুন্য চোখে শুধুই চেয়ে থাকে -
ঝগ ঝগ সুন্দর এক উচ্চ অট্টালিকা
প্রাঙ্গনে মৌসুমী ফুলের বাহার,
বস্তির সীমান্তে গর্বিত মুদ্রায়-
দাপটের সঙ্গে দাড়িয়ে আছে /
এলোমেলো, অস্পষ্ট চোখের ভাষা
তারা যেন কিছু বলতে চায়
কিম্বা কিছু ভুলতে চায়
ওদের নিজস্ব বলে তো আর
কিছু নাই,যা হারিয়ে গেলে দুঃখ হবে /
কখনো মনে হয় -- বিলুপ্ত প্রাণীর
অস্তিত্ব থাকা বা না থাকা, কোন
প্রশ্নই উঠে না, কার এত ফেলানো সময় আছে /
রাস্তার মাঝে,উড়ান পুলের নিচে,
ভাঙা ফুট পাথে,বৃহত ভাঙান গায়ে জড়িয়ে
সাঁঝের শেষে, পুরাতন কাগজের বিছানা
তারা ঘুমিয়ে পড়ে,
স্বপ্ন মিছিল ফিরে যায় মধ্য নিশীথে,
নিজস্ব বলে তো আর কিছু নাই-
তারা স্বপ্ন দেখা বাদ দিয়েছে -
বহু কাল আগে //
-- শান্তনু সান্যাল