মায়ার বাঁধন যতই খোলো পুনরায় লতিয়ে
রয় অন্তর্মনে, মৃন্ময় কুম্ভের সেই অদৃশ্য
মিহি ফাটল রেখা হতে ঝরে বিন্দু
বিন্দু, জীবনের সঞ্চিত
জলরাশি গড়িয়ে
যায় মাটির
বুকে, মনের রিক্ততা ভরে রাখে অসীম
পিপাসা, সাধের উর্বর ভূমি রয়
নিষ্ফলা, নিয়তির জোয়ার
অজান্তে বয়ে আনে
নোনা জলের
ঢেউ, অঙ্কুরিত স্বপ্নগুলো যায় অসময়ে
ঝলসিয়ে, বুকে জড়িয়ে থাকার
শপথ ছিল হিমায়ত ঝিলের
ভাসন্ত ধরাতল, পা
রাখতেই ভেঙে
গেছে কাচের সদৃশ মায়াবী জগত একবারে,
ওই নিবিড় আঁধার পথে একাকী হেঁটে
যায় ছায়াময় পথিক, সুদুর
পিছনে আলোকিত
পান্থনিবাসে !
সে হারিয়ে এসেছে তথাকথিত নিকটতম বন্ধু,
কিংবা তারাই হয় ত সুযোগ দেখে
যাত্রার দিশা নিয়েছে বদলিয়ে,
ওই সুড়ঙ্গপথের অন্তিম
যাত্রী চেয়ে আছে
প্রস্থান দ্বারের মুখে, মাঝিবিহীন নৌকা ও
ভাসন্ত মাস্তুল ও অরিত্র, সঙ্গে নীল
মহাসাগরের অট্টহাস - -
রয় অন্তর্মনে, মৃন্ময় কুম্ভের সেই অদৃশ্য
মিহি ফাটল রেখা হতে ঝরে বিন্দু
বিন্দু, জীবনের সঞ্চিত
জলরাশি গড়িয়ে
যায় মাটির
বুকে, মনের রিক্ততা ভরে রাখে অসীম
পিপাসা, সাধের উর্বর ভূমি রয়
নিষ্ফলা, নিয়তির জোয়ার
অজান্তে বয়ে আনে
নোনা জলের
ঢেউ, অঙ্কুরিত স্বপ্নগুলো যায় অসময়ে
ঝলসিয়ে, বুকে জড়িয়ে থাকার
শপথ ছিল হিমায়ত ঝিলের
ভাসন্ত ধরাতল, পা
রাখতেই ভেঙে
গেছে কাচের সদৃশ মায়াবী জগত একবারে,
ওই নিবিড় আঁধার পথে একাকী হেঁটে
যায় ছায়াময় পথিক, সুদুর
পিছনে আলোকিত
পান্থনিবাসে !
সে হারিয়ে এসেছে তথাকথিত নিকটতম বন্ধু,
কিংবা তারাই হয় ত সুযোগ দেখে
যাত্রার দিশা নিয়েছে বদলিয়ে,
ওই সুড়ঙ্গপথের অন্তিম
যাত্রী চেয়ে আছে
প্রস্থান দ্বারের মুখে, মাঝিবিহীন নৌকা ও
ভাসন্ত মাস্তুল ও অরিত্র, সঙ্গে নীল
মহাসাগরের অট্টহাস - -
- - শান্তনু সান্যাল