সন্ধ্যার মুখে উঠেছিল কিছু মেঘের
মিছিল, সুদুর কোন শহরতলীয়
অঞ্চলে, হয়'ত ঝরেছে
কিছু ছিঁটে ফোঁটা
বৃষ্টি !
উড়ে গেছে ক্লান্ত এক ঝাঁক পায়রা,
হাওয়ার ডাকে, সবাই যায়
এ ভাবেই উড়ে, হঠাৎ
ঠিকানা না
জানিয়ে,
অবশ্যই অনেক সময় খুব ইচ্ছে -
করে, পলাতক শ্রাবণের
ঠিকানা জানতে,
প্রতিদিন
আমি মিনতি করি, যথারীতি সে
হাত বাড়াতে বলে, করতলে
রেখে যায় কিছু সজল
এক মুঠো মেঘের
গুড়ো এবং
বলে - -
ঠিক মধ্য রাতে, দেখবে মুষলধার
বৃষ্টি ভিজিয়ে চলেছে সমস্ত
কিছু, পৃথিবী আকাশ
মিলে একাকার,
আমি বসে
রই নিয়ে বুকে একরাশ তার ওই
সিক্ত ভাবীকথন, কিন্তু
আকাশ, যথারীতি
খুলে রাখে
সারা রাত আলোয় ঝিলমিল মীনা
বাজার ! কিছু মেঘ হয়'ত
আসে, শেষ প্রহরে
কেনাকুটি ও
করে -
আর, বিহানের আবছা আলোয় - -
হারায় বিলীনতার পথে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by michael naples
মিছিল, সুদুর কোন শহরতলীয়
অঞ্চলে, হয়'ত ঝরেছে
কিছু ছিঁটে ফোঁটা
বৃষ্টি !
উড়ে গেছে ক্লান্ত এক ঝাঁক পায়রা,
হাওয়ার ডাকে, সবাই যায়
এ ভাবেই উড়ে, হঠাৎ
ঠিকানা না
জানিয়ে,
অবশ্যই অনেক সময় খুব ইচ্ছে -
করে, পলাতক শ্রাবণের
ঠিকানা জানতে,
প্রতিদিন
আমি মিনতি করি, যথারীতি সে
হাত বাড়াতে বলে, করতলে
রেখে যায় কিছু সজল
এক মুঠো মেঘের
গুড়ো এবং
বলে - -
ঠিক মধ্য রাতে, দেখবে মুষলধার
বৃষ্টি ভিজিয়ে চলেছে সমস্ত
কিছু, পৃথিবী আকাশ
মিলে একাকার,
আমি বসে
রই নিয়ে বুকে একরাশ তার ওই
সিক্ত ভাবীকথন, কিন্তু
আকাশ, যথারীতি
খুলে রাখে
সারা রাত আলোয় ঝিলমিল মীনা
বাজার ! কিছু মেঘ হয়'ত
আসে, শেষ প্রহরে
কেনাকুটি ও
করে -
আর, বিহানের আবছা আলোয় - -
হারায় বিলীনতার পথে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by michael naples