মধুর মুহূর্ত
সরিয় না স্বপ্নের যবনিকা কিছু ক্ষণ দিও
মোরে ঘুমের দেশে অযথাই হারিয়ে যেতে,
ফুটেছে আজ চাঁদের চার পাসে জাদু বলয়
থামিয় না এমন রাতে সুরভি ছড়িয়ে দিতে,
দুঃখ সুখের সন্ধিক্ষণে অদৃশ্য প্রীত বন্ধনে
ভুল না হে চন্দ্রিমা সুধাপ্রাণ ভরিয়ে দিতে,
জেগেছে অসংখ্য নিশি পুষ্প লতিকা বৃন্তে
কস্তুরিময় পলে মন চাহে মৌ ঝরিয়ে যেতে,
পথের ক্লান্ত ধুম্র গেছে লুপ্ত বাস্পিকৃত হয়ে
ভুল না প্রিয় জীবনের শুন্য ভরিয়ে নিতে,
জানি ক্ষিতিজে উঠেছে মহাপ্রলয়ের ইঙ্গিত
হৃদয় চাহে নাএই মধুর মুহূর্ত সরিয়ে দিতে.
--- শান্তনু সান্যাল
সরিয় না স্বপ্নের যবনিকা কিছু ক্ষণ দিও
মোরে ঘুমের দেশে অযথাই হারিয়ে যেতে,
ফুটেছে আজ চাঁদের চার পাসে জাদু বলয়
থামিয় না এমন রাতে সুরভি ছড়িয়ে দিতে,
দুঃখ সুখের সন্ধিক্ষণে অদৃশ্য প্রীত বন্ধনে
ভুল না হে চন্দ্রিমা সুধাপ্রাণ ভরিয়ে দিতে,
জেগেছে অসংখ্য নিশি পুষ্প লতিকা বৃন্তে
কস্তুরিময় পলে মন চাহে মৌ ঝরিয়ে যেতে,
পথের ক্লান্ত ধুম্র গেছে লুপ্ত বাস্পিকৃত হয়ে
ভুল না প্রিয় জীবনের শুন্য ভরিয়ে নিতে,
জানি ক্ষিতিজে উঠেছে মহাপ্রলয়ের ইঙ্গিত
হৃদয় চাহে নাএই মধুর মুহূর্ত সরিয়ে দিতে.
--- শান্তনু সান্যাল