প্রেমের পরিবেষ্টিত আত্ম -
কথা, তার গোপন
শপথের মালা
আমি আজ ও খুলতে পারি নি,
অশ্মীভূত রয়েছে সে
দিনের বৃষ্টিতে
ভেজা দেহের আত্ম মন্থন, ভীরু
উপস্থাপন, না কোনো
ভাবে -
তা আজ ও ভুলতে পারি নি,
তার প্রশ্নের গভীরে ছিল
প্রশ্নের শ্রঙ্খলা, মুক,
নির্বাক মুহুর্তে
সে জানিয়ে গেছে জীবনের মূল্য !
শরীর ও হৃদয়ের মাঝ খানে
টেনে অলক্ষিত রেখা
পরিসরের
আস্থা, ভালবাসার সংজ্ঞা, বিভাবের
শুচিতা, হাড় মাংসের উপরে
রেখে গেছে মনের স্বীকৃতি,
যেন পা পিচ্ছ্লিয়ে
পড়ার আগে,
সাঁকোর জগতে পা দেওয়া, খালের
ঘোলাটে জলে পারদর্শী হয়ে
ওঠা, মর্যাদার অবস্থান,
এই বিন্দুতে অনন্ত
প্রণয়ের সৃষ্টি
তপ্ত মরুভূমির বৃক্ষে জীবাশ্মের উঠে
আসা, এখানেই ভালবাসার
উন্মেষ, পরিত্যক্ত
বীজের
অঙ্কুরোদ্গম, শাশ্বত পথে হেঁটে যাওয়া !