শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

বিমুগ্ধ সাগর তরঙ্গ - -

তার হৃদয়ের প্রত্যাশা, বাঁধ ভাঙা অরণ্য - 
নদী, বহে যেতে চায় অবাধ গতির 
সাথে, ডিঙিয়ে সমস্ত বিষম 
প্রতিবন্ধক, আমার 
অবস্থা সমুদ্র -
মোহানা,
প্রশান্ত ভাবে গ্রহণ করে যেতে চায় তার -
উচ্ছৃঙ্খল তরঙ্গ, সে এক রহস্যময় 
ব্যক্তিত্ব ! অন্তর্নিহিত রূপে 
করে যায় অন্তরে 
ব্যাপক 
মন্থন, এমন মুহুর্তে আমি চেয়ে রই নির্বাক,
আকাশগঙ্গার বিস্তীর্ণ ছড়িয়ে যাওয়া
একরাশ নীলাম্বরের দেহ ও
প্রাণে, তার ওই দিব্য 
বরণে জীবন 
হয় ওঠে
পরিপূর্ণ সুবর্ণ আভা, টলটলে সাগর সঙ্গম,
* * 
- শান্তনু সান্যাল 

art by THOMAS MORAN