শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১


বংশানু 

কিলিমাঞ্জারোতে যখন নেমেছে হিংস আঁধার 
তাকে পেয়েছি প্রতিভাসিত চোখে, বুকের 
কাছে, আতঙ্কিত, বিপজ্জনক, 
নিরাপদ আশ্রয়ের পথ -
খুঁজতে, উদ্বিগ্ন !
এখানেই আমার মহীপতির আবেশোদয়, এক 
মহা সাম্রাজ্যের স্থাপনা,বহিষ্কৃত প্রতিদ্বন্দী 
এখন পলাতক,যাযাবরের দলে 
হয় ত যোগ দিয়েছে, 
নিরীহ শাবকের
তদন্ত, চন্দ্রোদয়ের আগে ঘাত, নিজস্ব বংশানুর 
বলাত রোপণ, একনায়কতন্ত্রের সূত্রপাত 
পঙ্গু ,নির্বল প্রাণিদের সংঘাত, 
প্রতিযোগীদের সমুল 
বিনাশ, এক ছত্র রাজত্ব, দিগ্বিজয়ের গর্জনা, সিংহ 
নাদ, আন্তভৌম শিকড়ের বিস্তার, মুখোশের 
উপরে প্রজাতন্ত্রের রং, নিশাচরী মায়া,
যারা অশক্ত,রুগী, তাদের জন্য 
করুণা নিধন, কে বলে 
তারা মাসাইমারা ত্যাগ করেছে, রাত একটু আরো 
গাঢ় হোক, শুনতে পাবে স্পষ্ট, চিত্কার ও 
শ্বাসরোধের আওয়াজ, আমি সহজে 
সিংহাসন ছাড়ব না, আমার 
বীজের বৃক্ষ এখনো পূর্ণ -
বয়স্ক হয় নি, রাত্রি অনেক বাকি, মৃগয়ার খেলা 
উন্মুক্ত ভাবে করবে উচ্ছন্ন, উধ্বস্ত, যদি 
পারো ডাক দাও লুকানো মুক্তির
 ভোর, কিংবা মহাপলায়ন,
কিন্তু যাবে যে কোথায় ?

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/