অহর্নিশ মনের ভিতরে এক আনকা টলমলানি,
কখনো রোদ ছায়ার ছকে লুকোচুরি, হে
জীবন বুঝি না এই রঙের খেলা
ক্ষণে ক্ষণে ধুসর, পলে পলে
হয় উঠ আসমানী,
তার চাহিদার অগ্নিকোণস্থ চাঁদ
তালিকা
অতি দীর্ঘ পারাপার খুঁজে পাই না, সে যেন -
অধরা প্রজাপতি উড়ে যায় সহজ দুরে,
ঝরিয়ে সাত রঙের প্রতিফলক,
করতলের রেখায় তার
প্রেমের ছোঁয়া নাকি
লেগে আছে
অথবা
দিবা স্বপ্ন নিয়ে বুকে বসে আছে অলস দুপুর,
সান্ধ্য গুনিন ভর করে নেমে আসে
ঠিক বুড়ো ডুমুর গাছের
আড়ালে, রেখে
যায় কিছু
জোছনার গুঁড়া স্বপ্নের চিরকুটে,আলগোছে,
রাত্রি হয় তো যাবে পরিয়ে আবার
নিশি পুষ্পের মাদুলি বাহুর
মাঝখানে, নিশীথ
রাতে হয় ত
সে দেখা
দেবে, ওই অগ্নিকোণের পিয়াল গাছের ফাঁকে,
- শান্তনু সান্যাল