বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

মুহুর্তের খেলা - -

জোড়াতালি দিয়ে বজায় রাখা যায় নি বেশি 
দিন মধুরতা, আসলে মখমলের চাদরে 
চটের তাপ্পি চলে না, তাই সে 
খুব গুছিয়ে বুঝিয়ে 
দিয়েছে মান -
দণ্ডের 
পরিভাষা, বাস্তবিকতা ও কৃত্রিমের মধ্যের -
সেই অস্পষ্ট রেখা ভেসে উঠেছে, এক 
দিন, হয় ত সহজে কুলিনতার 
অভিমান যায় না, বিষাক্ত 
ভাবে জড়িয়ে রয় 
স্নায়ু হতে 
মস্তিষ্কের রহস্যময় জালে, তার অবহেলায় - - 
ছিল, নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া,
সে দিন হতে নতুন বোধের 
সূচনা, তার গড়া 
বিগ্রহের 
বহিষ্কার, নিজস্ব আত্ম সত্তার উত্থান, নতুন 
দিগন্তের সন্ধান, যেখানে মানুষের 
সংজ্ঞা কেতাবি নয়, বরং 
হাড় মাংসের 
মূল্যায়ন,
বিজ্ঞানের গভীরতা সাঁতরিয়ে সত্যের দিকে
এগিয়ে যাওয়া, ওই চরম বিন্দুর মাঝে 
সমাহিত জীবনের নিষ্কর্ষ, সব 
কিছুই একাকার, পরম 
সত্যের বৃত্তে দুই 
পরম সত্য 
এক নারী দ্বিতীয় পুরুষ, শেষ জগৎ মহাশূন্য 
কি মহাস্বপ্ন বলা মুশকিল, মুহুর্তের 
খেলা তাশের ঘর - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poucher pastel painting