বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২

জীবন চায় - -

অস্পৃহ, উদাসীন সন্ধ্যা চাই নি আমি, 
জীবনের সংক্ষিপ্ত পথে, জীবন্ত 
মুহূর্ত গুলো চায় সর্বদা 
অভিনব বিস্তার, 
প্রত্যেক 
পদক্ষেপে, এক নতুন স্বপ্নের সূত্রপাত !
প্রতিটি নিঃশ্বাস - প্রশ্বাসে এক 
অপ্রত্যাশিত, পুষ্পিত 
ঋতুর আগমন,
হৃদয় 
চায় পরিপূর্ণ, ভব্য শারদীয় আকাশ,
ওই ছায়া রোদ্দুরের দ্বন্দ্ব, যদি 
ও বাস্তবিক, তবু ও  
জীবন চায় 
দিগন্ত 
পারের সেই অনাহূত বৃষ্টি কে জোর 
করে টেনে আনা, শ্রাবণ যদিও 
বহুদূর, মন চায় সেই 
অজানার প্রেমের 
জন্য শুধু 
অনবরত ঝরে যাওয়া - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


Paintings by Artist Anant - India