সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২



সে ধরা দিতে চায় না - - - 

বাসন্তী হাওয়ায় এখনো মিষ্টি শীতের ছোঁয়া,
তাই মনের বাতায়ন খুলতে কিছু ক্ষণের 
বিলম্ব, তার দেহের গন্ধে সমুদ্রীয় 
সমিরণের আভাস, ছুঁতেই 
যেন লজ্জাবতী লতার 
আত্ম কুঞ্চিত ভাব,
আবেগের কোষে নিজে কে গুটিয়ে রাখার 
বিফল চেষ্টা, কিংবা জাফরান ফুলের 
চাপানো শুকনো আবেশ, কাছে 
টানার গুণপনা অথবা দূর 
হতে শুন্যে ঝুলিয়ে 
রাখার দক্ষতা, 
প্রায়  মুকুলিত আম্রকুঞ্জে নিশুতি রাতে, ওই 
প্রবাসী কোকিলের ডাক, জাগিয়ে যায় 
প্রসুপ্ত মন প্রাণের পৃথিবী, কচি 
স্বপ্নের মাটি নিয়ে খেলে
রয় প্রণয়ের শিশু,
সারা রাত 
জীবন খুঁজে বেড়ায় তার গোপন ক্রীড়াস্থল - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/