শব্দবিহীন অভিব্যক্তি,অনেক সময় বলে যায়
গভীর কথা, যুগল অধর শান্ত নীল সমুদ্র,
দুই নেত্র অন্তরে স্পর্শ করে অগাধ ভাবে,
উচ্চ অট্টহাসির মাঝে, মুহুর্তে শুন্যতা ছেয়ে যায় /
শীতের পড়ন্ত বেলায়, মন চায় এক মুঠো রোদ,
যেন কিছু ক্ষন জানালায়,থেমে থাকুক আপনমনে
জীবনের মধুমাস খুবই চঞ্চল, কবে, কোন পথ হইতে
বাহির যাবে, উন্মুক্ত আকাশ সর্বদা নিরুত্তর /
--- শান্তনু সান্যাল