রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১


বিচিত্রদৃক্ যন্ত্র 

দাবার ছকে হারিয়ে যাওয়ার অর্থ ছিল 
তাদের স্বরচিত ভবিষ্যদ্বাণী
প্রতিহত ভাবনারা 
নিয়েছে 
পুনর্সপথ, সেই অজানা উপগ্রহের প্রাপ্তি 
ও উপভোগের সংকল্প পত্রে, শুধুই 
কি তাদের নাম ছিল !
ওই বিষম পথে 
হাঁটতে গিয়ে কিছু রক্ত বিন্দু ঝরেছিল 
নিলীন যাত্রীদের, সেটা হয় ত 
সময়ের প্রাচীরে গেছে 
মুছে, কিন্তু 
মৌসুম ভুলে নি, ডেকে আনবে ঝঞ্ঝার
হারানো নৈসর্গিক দিশানির্দেশ -
যন্ত্র, চুম্বকীয় ধারা, 
ঘনিয়ে আনবে 
আবার অভিমতের জং ধরা আকাশ !
ভাগা ভাগীর খাতার পৃষ্ট 
যদি যায় ছিঁড়ে -
ইতিহাস,
যাক, অগ্নিযুগের প্রজন্ম জানে লিখতে 
ভাগ্যের পুনর্লিখন, অধিকারের 
লুন্ঠন, ঐকান্তিক দাবি, 
তাদের জাদু-নলের  
স্বপ্নের সমাপন,
মানবিকতার নির্বাহন,উদ্বর্তনের মন্ত্র.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/