শুক্রবার, ২১ অক্টোবর, ২০১১


সাঁতারের ঝাঁপ 

মধ্যযুগীন দেউলের ইট ক্ষয়িত দেয়ালে, 
আভিজাতের ছাপ নিয়ে গর্বিত 
হবার কিছুই ছিল না, 
বিগ্রহ বললে -
আভ্যন্তরিক সংস্কার ছাড়া গতি নাই, 
প্রাণ প্রতিষ্ঠার জন্য অর্ঘ্য, ধুপ 
দীপ, পুষ্প অবান্তর এই 
মুহুর্তে, চাই কিছু 
মুঠো চাউল,
ক্ষুধার -
জাতি বর্ণ নিয়ে বিচার কর তার পরে, 
মনের দেবালয়ে গহন আঁধার 
যুগ যুগান্তর ধরে, কোন 
গর্ভ গৃহে তুমি আছ 
অনঘ আসন 
পেতে, 
জীবনের প্রদীপ চায় উজ্জ্বল পারদর্শী আলো, 
পুরোহিতের বুকের আরশির বিম্ব 
পথ খুঁজে পায় না, দেখো 
গিয়ে ঘাটের সোপান -
হতে নামছে 
নদীর 
উলঙ্গ দেহে, মোক্ষ প্রাপ্তির মোহে, এতই 
সহজে মুক্তির পথের উপলব্ধি ?
অনর্থক ছিল যত সব 
সরঞ্জাম, গলা বন্ধ -
হাড় ধরে 
অন্তর 
বলে, চিরন্তন পথ সাঁতরিয়ে যাওয়া কঠিন.

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/