বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৩

ঝুলন্ত ভালবাসা - -

প্রতিদ্বন্দ্বী আমার, ছিল আমার অন্তরে, -
তুমি যদি ভাব নিজেকে বিজেতা, 
তা ভাবতে পারো, সুপুরুষ 
কি কাপুরুষ তার 
ইতিহাস 
নিয়ে ঘাটাঘাঁটির সময় গেছে গড়িয়ে !
এখন দেবব্রত শাখা কন্টকে 
শয্যাসায়ী, ইচ্ছামৃত্যুর 
অভিশাপ কি 
বরদান 
বয়ে চলেছে দেহ ও প্রাণের জগৎ, সে 
প্রেম ছিল কি ক্ষনিক আবেশ,
এখন ভাবা নিরর্থক,
অগ্নি কুণ্ডের 
বাইরে 
শুধুই বেরিয়ে আসে ধুম্রবলয় কিংবা 
অবশেষের চিতাভস্ম, এখন 
তুমি ঠিক কর কে 
যজ্ঞের শিখা 
আর কে 
সৎ প্রতিক ! ভাবনার মহাকালের - 
কাঁধে ঝুলে রয়েছে তথাকথিত 
প্রণয়ের অবশ দেহের 
শুন্য সৃষ্টি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Don Li-Leger