মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

উন্মীলিত রাত্রি - -

সে এক প্রণয়ী ছায়া অথবা মায়াবী হরিণ, 
ভাবনার ঝোপের মাঝে এক লহমায় 
উধাত্ত, তরঙ্গিত গুল্ম শাখায়
উড়ে যায় আবেশের 
জোনাকি !
তোমার প্রেমের পরিভাষা খুবই জটিল,
দেহ ও মন দুটিই করে রাখতে
চায় বন্দী অন্তহীন ভাবে,
আমার ব্যক্তিত্ব
আজন্ম 
উন্মুক্ত, আবরণের ভাষা বোঝে না, গায়ে 
জড়িয়ে রয় আরশির উত্তরীয়,
কেমন করে আত্মসাত 
করি তোমায় বল,
খোলা জীবন 
পিঞ্জরে,
যদি পার এস, বিমুক্ত জলস্রোতের রূপে -
বন্য বক্ষঃ স্থলে - - 

- শান্তনু সান্যাল 
Creeper 1


পরাশ্রয়ী লতা - -

নিজে কে উজাড় করে জোছনা ভালবাসতে 
চায় গহন অন্ধকার, নিশুতি রাতের 
মায়া ছড়িয়ে চলেছে অদৃশ্য 
কুহকের আলো, সুদুর 
নীরব প্রান্তরে 
নিশাচর 
পাখির রহস্যময় সুরে জেগে উঠতে চায় -
গভীর প্রণয়ের শিখা, কার বিমূর্ত 
শরীর, হতে চায় আরোহী,
পরাশ্রয়ী লতার সম, 
ধরে রাখতে 
আগ্রহী,
দেহ ও প্রাণের তরু, প্রতি গন্ধ কোষ, পরাগ,
পুংকেশরে প্রগাঢ় আধিপত্য, করে যায় 
প্রতি মুহুর্তে আবেগময় অবরুদ্ধ !
হৃদয় তখন দ্রুত লেখচিত্র,
লিখে যায় জীবনের 
অবুঝ অর্থ,
ওই 
মহামিলনের সঙ্গমে, ভব্য আকাশ চেয়ে রয় 
নির্বাক, শব্দহীন - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by sasitha weerasinghe