বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২


অভ্যন্তরীণ শক্তি 

খণ্ডিত বিগ্রহ বলে দূর করা যায় না জীবনের 
সত্যতা, ভাঙনের সঙ্গেও জড়িত  থাকে,
অনেক  গোপন  সৃজনের  সম্ভাবনা, 
সুতরাং সমস্ত  বিশৃঙ্খল  
অনুভূতি নিয়ে নব 
উপাসনা, 
হৃদয় গড়ে চলেছে দুঃখের মাঝে সুখের নবীন 
গাঁথন, উদ্ভাবনীর  কল্পনা, উপেক্ষিত 
ভূমির বুকে যেন ফসল 
ফলানোর চেষ্টা, 
গেরণের
অনুভাবে ও রাত হয় নি কুত্সিত, ক্ষণিক
অবহেলার পরে আকাশ যেন হয় 
উঠেছে বেশি সুন্দর, উজ্জ্বল,
ভরে চলেছে ঐশ্বরিক 
আলো, যারা 
করে 
গেছে তিরস্কৃত, ঘৃণা, তারাই দেখি খুলে 
চলেছে সমীহের লৌহ কপাট,
অন্তর্মনের শক্তি অপার,
ভরে যায় অজ্ঞাত 
ভাবে জীবনে 
প্রাণ 
সঞ্চার, খণ্ডিত প্রতিমা ফিরে  পায় পূজার 
বেদি, লুপ্ত মূল্যদান - - 

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

নিরীহ প্রেমের  উত্পত্তি 

নিরীহ চোখের অভিলাষ, ভাঙা রঙিন খড়ি,
কালো স্লেটে লেখা কিছু ভুল বর্ণমালা, 
পাঁচিলে বসে রয় শৈশবের দিন 
গুলি, স্মৃতিরা খেলে 
নদী পাহাড়, 
চড়ই পাখির উড়ন্ত শিমুল তুলো তুলে ধরা, 
কোথা হতে হঠাৎ বয়ঃ সন্ধির  বাজ  -
পাখির  যেন  উড়ে আসা, 
সুখের  শালিকের 
মুহুর্তে 
নিরবতা, সন্ধ্যার  মুখে  মেঘের  আনাগোনা,
পলাশ রঙ্গী আকাশ জাগিয়ে যায় 
মনের মাঝে সুপ্ত আন্দোলন ,
ভেসে আসে দূর  হতে 
বন তুলসীর  
গন্ধ,
কে যেন উস্কিয়ে গেছে গুপ্ত আঁখির ভাষায় ,
দেহ ও প্রাণ, দৌড়িয়ে রয় ঘুম 
সারা রাত যেন বাউল 
পাড়ায়, সেই 
অশ্বত্থ 
গাছের ভূতের ভয় যেন সরে গেছে বহু দূরে,
খালের পাড়ে বসে  থাকে একাকী 
মন  কার  যেন  অপেক্ষায়ে, 
প্রেম  যেন  মহা  ভিতু 
ভাবনার  সাঁকো
পার  করতে 
রাত 
যায় পোহায়ে, জুয়ার  নেমে  চলেছে  নিশীথে,
সে দূর  থেকে  হেসে যায়  আঁচল 
মুখে  চেপে  - - 

- শান্তনু  সান্যাল 
art - Wooden Bridge Print by T. C. Chiu