বহু শব্দহীন কাহিনী রইলো অপ্রকাশিত,
misty river 1
অধর তীরের ভাঙা হাসির আড়ালে
ছিল, জীবনের কিছু নীরব
মুহুর্তের বর্ষণমুখর
কিনারা, কত
দূর সে
এগিয়ে গেল, কত দূর সে ছিল হৃদয়ের
পাশে, কোনো অন্য সময়ে, ভাববো
অবকাশে, আজ ও মনে হয়
বৃষ্টিচ্ছায়ার রূপে কে
যেন ভিজিয়ে
যেতে
চায় অসার ভাবনা, ধরে রাখে অদৃশ্য
বাঁধনে, দেহ ও প্রাণের সংবেদন,
টেনে নিয়ে যেতে চায়
সুদূর প্রান্তরে
ক্রমে
ক্রমে, কোন অজানা স্বপ্নের দেশে - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/