খুবই মুশকিল ছিল তোমাকে বাদ দিয়ে
অন্য কিছু ভাবা, যেন সাগর -
সৈকত হতে নোনতা
পিরিতি গায়ে
মেখে
ফিরে আসা, খুবই কঠিন ছিল তোমার
বদলে জীবনে পরিবর্তন ঘটানো,
যেন প্রস্তর খণ্ডে প্রাণবন্ত
ছবি আঁকা, খুবই
দুরুহ ছিল
একা -
একা মরু পথে, বহুদূর নিরালায় হেঁটে
যাওয়া, কিন্তু যেতে হয় জীবনের
নিজস্ব আছে প্রতিবদ্ধতা,
তাই বারংবার
সমঝোতা,
এক
চুক্তি ভেঙে অন্য সন্ধির উপরে দস্তখৎ
করা, কেউ কারোর জন্য থামে
না বেশি ক্ষণ, নিসর্গের
আছে নিজস্ব
নিয়ম,
আকাশগঙ্গার তীরে আমার বাসা নয়
যদি পারো ওই কাঁকুরে পথ হয়ে
এস এক দিন, আজ ও
বুকের দরজা
খোলা, নিয়ে একরাশ নিশি পুষ্পের গন্ধ !
* *