বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

গুপ্ত স্থান - -

না চেয়ে ও অনেক কিছু নিয়ে গেলে,
জীবন পিঞ্জর রইলো শুন্যে 
দোলায়মান, উন্মুক্ত 
ভাবনার দ্বারে 
কিছু 
অন্তরঙ্গের গন্ধ, কিছু চির দহনের -
আলেয়া শুধুই ভাসমান, 
ডানা বিহীন সে 
অভিলাষ,
রক্ত 
চন্দনে ভেজা উত্স বিন্দু, গহিন - - 
হৃদয় তলে বিম্বিত সে এক 
অনন্ত আশমান !
যদি পারো 
খুঁজে 
নিও কোনো এক দিন প্রণয়ের সে 
এক বিরল গুপ্ত স্থান !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Laurie Justus