বুধবার, ১৫ মে, ২০১৩

বিস্মৃত বীথিকা - -

বহু দূর, উজানমুখী স্রোতের প্রান্তে আছে 
বোধ হয়, অনাবিষ্কৃত এক মায়াভরা 
উন্মগ্ন দ্বীপ, মনের তরী 
ভেসে যেতে 
চায় 
একাকী, বুকে জড়িয়ে কৌতুহলের তরঙ্গ, 
যোগ বিয়োগের মাঝে কোথায় 
যেন হারিয়ে যেতে চায় 
আত্মীয়তার গন্ধ 
শুধুই 
শুষ্ক প্রত্যাশা, ঝরে যায় সব কিছু হেমন্তের
পূর্বে, জীবন দাঁড়িয়ে রয় চোখে নিয়ে 
কাচ ভাঙ্গনের বিম্ব, সবার 
নিজের আছে কিছু 
অগ্রাধিকার,
তাই 
সময় কোথায় ভাবনার জন্য, কেবল - - - 
মানুষ ব্যস্ত নিজস্ব পরিমণ্ডলে !
আকুঞ্চন রেখা ভরা 
মুখের কাহিনী 
শুনতে 
দর্পণ চায় না কোনো ভাবে, শুধিয়ে দিতে 
চায় মুছে যাও তার দেহের ধুলো,
হয় ত কিছু আলোর 
প্রতিফলনে 
খুঁজে 
পাবে হারানো স্বপ্নের ঠিকানা, বিস্মৃত - - 
মধুমাসের ফুলে ভরা বীথিকা !
* * 
- শান্তনু সান্যাল 

art - Kathy Hebert
http://sanyalsplanet.blogspot.com/
Martin Johnson Heade Oil-Painting

বিলুপ্ত ঝিলের ঠিকানা - -

অনেক দূর অব্দি হেঁটে আসার পরে, সে এখন 
চায় ফিরে যেতে, নিঃশব্দ ভাবে ছাঁড়িয়ে 
আঙ্গুলের বন্ধন, বোধ হয় সে 
টের পেয়েছে আসন্ন 
বাস্তবিকতা,
সর্পিল 
পথের রহস্য, অদৃশ্য সেতুর নীচের গভীর - - 
খাদের কাহিনী, আসলে কুয়াশা ভরা 
যাত্রার সঙ্গি কেউ হতে চায় 
না, শুধুই এক বাধ্য 
সমঝোতা 
নিয়ে 
বুকে হেঁটে যায় অনিচ্ছায় কিছু দূর, সুতরাং -
ভাঙা প্রতিশ্রুতির মাঝে জীবন খুঁজে 
তার প্রতিচ্ছায়া, ভালবাসা 
তখন আবছা আলোর 
কৃষ্ণ সারঙ্গের 
তৃষ্ণা -
ধেয়ে যায় দাবানলের প্রান্তে, একাকী বিহ্বল !
বুকে জড়িয়ে বিলুপ্ত ঝিলের ঠিকানা,
আখেটকের সম্মুখীন, জীবন 
তখন ভুলে যেতে চায় 
ভবিষ্যতের 
ফলাফল,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Thai Lotus Painting