নিখুঁত মানুষের সংজ্ঞা অর্থহীন, এই
পৃথিবীতে নিষ্কলঙ্ক কেউ নয়,
মানুষ কোনো দিনই
দেবতা হতে
পারে
না, কেবল এক কাল্পনিক ধারণার -
সাথে, মন খেলে যায় আগুনের
খেলা, আয়নার সম্মুখে
তুমি ও আবরণ
মুক্ত, আর
আমি
ও সম্পূর্ণ অনাবৃত ! সদ্য জন্মিত -
শিশু নাভিনাল হতে যেন মুক্ত,
না লজ্জার অনুভূতি, না
প্রেম ঘৃণার কোনো
সংবেদন,
গর্ভগৃহের বাইরে আচমকা আলোর
সাথে সাক্ষাৎকার, সৃষ্টির
অসমাপ্ত প্রবাহ বহে
যায়, তোমার
চোখ
হতে আমার শিরায় শিরায় যেন - -
এক জীবন্ত ধারা ! ওই ঘন
ঘন, পারস্পরিক
নিঃশ্বাসের
মিলন
বিন্দুর মাঝে, কোথায় যেন আছে -
সদ্য অঙ্কুরিত ভালবাসা, খুলে
দিতে চায় ভাবনার দুই
গুটানো কচি
পাতা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
evening mood
পৃথিবীতে নিষ্কলঙ্ক কেউ নয়,
মানুষ কোনো দিনই
দেবতা হতে
পারে
না, কেবল এক কাল্পনিক ধারণার -
সাথে, মন খেলে যায় আগুনের
খেলা, আয়নার সম্মুখে
তুমি ও আবরণ
মুক্ত, আর
আমি
ও সম্পূর্ণ অনাবৃত ! সদ্য জন্মিত -
শিশু নাভিনাল হতে যেন মুক্ত,
না লজ্জার অনুভূতি, না
প্রেম ঘৃণার কোনো
সংবেদন,
গর্ভগৃহের বাইরে আচমকা আলোর
সাথে সাক্ষাৎকার, সৃষ্টির
অসমাপ্ত প্রবাহ বহে
যায়, তোমার
চোখ
হতে আমার শিরায় শিরায় যেন - -
এক জীবন্ত ধারা ! ওই ঘন
ঘন, পারস্পরিক
নিঃশ্বাসের
মিলন
বিন্দুর মাঝে, কোথায় যেন আছে -
সদ্য অঙ্কুরিত ভালবাসা, খুলে
দিতে চায় ভাবনার দুই
গুটানো কচি
পাতা !
* *
- শান্তনু সান্যাল
evening mood