বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

পুনরায় তটের ভাঙন - -

কোন এক সোদক সন্ধ্যার স্মৃতি নিয়ে 
বুকে, আজ ও জীবন ছুঁতে চায় 
ধূমায়িত রাত্রির দহন, 
তার মোহাবিষ্ট 
দৃষ্টির 
মাঝে আছে লুক্কায়িত আর্দ্রকারী এক -
বিশিষ্ট গুণমান, মিটিয়ে দিতে 
চায় অতীতের লেখা 
মর্মস্পর্শী সব 
কবিতা,
সে যেন পুনর্লিখনের দক্ষ শিল্পী, লিখে 
যেতে চায় নিজের শর্তে, মনের 
বিধানে, বিস্মৃত সন্ধ্যার 
গায়ে দেখি এখন 
ভেসে উঠছে 
বিন্দু -
বিন্দু আবেশের কণিকা, কিছু ক্ষণে -
পরে হয় ত রাতের আকাশে
জমাট বেঁধে উঠবে 
অসময়ের 
মেঘ !
নদীর অভ্যন্তরীণ জগতে বিচিত্র এক 
সংবেদনের সূচনা, টের পাচ্ছে 
জীবন কিনারা, পুনরায় 
তটের ভাঙন, 
আবার 
অস্তিত্বে ভরে যেতে চায় আরণ্যক - - 
ফুলের গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Joel R. Johnson 

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

গুপ্ত স্থান - -

না চেয়ে ও অনেক কিছু নিয়ে গেলে,
জীবন পিঞ্জর রইলো শুন্যে 
দোলায়মান, উন্মুক্ত 
ভাবনার দ্বারে 
কিছু 
অন্তরঙ্গের গন্ধ, কিছু চির দহনের -
আলেয়া শুধুই ভাসমান, 
ডানা বিহীন সে 
অভিলাষ,
রক্ত 
চন্দনে ভেজা উত্স বিন্দু, গহিন - - 
হৃদয় তলে বিম্বিত সে এক 
অনন্ত আশমান !
যদি পারো 
খুঁজে 
নিও কোনো এক দিন প্রণয়ের সে 
এক বিরল গুপ্ত স্থান !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Laurie Justus 

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

বৃহত্তর শূন্যতা - -

কুহক ভরা মধ্য রাতে, তার রোমাঞ্চিত 
মায়াবী ছায়া ক্রমশঃ করে যায় 
গ্রাস, নিঃশব্দ পায়ে, প্রথমে 
দেহের প্রাঙ্গণ, গন্ধ -
কোশিকার 
শিরায়,
আঁখি ছায়ার তীরে, খুলে যায় স্তর প্রতি 
স্তর ছদ্ম পাপড়ি, নিঃশ্বাসের মৌন 
ভাষায় বুঝিয়ে দিতে চায় 
অসীম অনন্ত অতৃপ্ত 
অভিলাষ !
ক্ষণে ক্ষণে অস্তিত্ব তখন অন্য সত্তার - - 
অধীনে করে চলেছে সব কিছু 
সমর্পণ, মান অভিমান,
মোহ মায়া, আপন 
পর, জন্ম 
মৃত্যু !
এক স্থির নীরবতা ঘিরে রয় সমস্ত অঙ্গে,
তার রহস্যময় প্রণয়ের পরশে 
প্রাণ যেন উন্মুক্ত পাখি 
উড়ে যেতে চায় 
নিশীথ 
গগনে,পড়ে রয় দেহের নীড় বসুধার - - 
কোলে, একাকী পরিত্যক্ত - - 
* * 
- শান্তনু সান্যাল 
mid night - artist Frederic Edwin Church
http://sanyalsplanet.blogspot.com/

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

যথারীতি - -



অঙ্গীকারবদ্ধ ছিলাম তাই প্রশ্ন করি নি, 
তার চোখের মৌন অনুরোধের 
বশীকরণে, তুলেছি 
পারদর্শী 
পাত্র খানি, অধর তীরে যখন ছুঁয়েছে -
রহস্যভরা সজলতা, তখন 
দেখি সরে চলেছে 
সুদুর 
প্রান্তরে, একে -একে  পৃথিবী, মহাসাগর 
গ্রহ তারক, অন্তরীক্ষের ওই 
মহা নীরবতার মাঝে 
জীবন খুঁজে 
তখন 
সেই সৌন্দর্য্যের হঠাৎ নির্বাপণ, এক 
হাহাকার নিয়ে বুকে অস্তিত্ব 
দাঁড়িয়ে রয় ঠিক 
ছায়াপথের 
ধারে !
বিস্ফারিত চোখে দেখি চার দিকে - - 
ভেসে যাচ্ছে ভাবনার 
রঙ্গীন ফেনা 
তরঙ্গিত 
রূপে !
সে এক মহার্ঘ ভাবমূর্তি সহসা দেখি 
ঝিলমিলিয়ে উঠে চলেছে 
মহাশুন্যের মাঝে,
অধরা কি 
বাস্তব,
বোঝা ওঠার আগেই নিমিষে আবার 
অন্তর্হিত ধুমিমলিন মেঘে !
এক অন্তহীন পিপাসা 
রইলো বক্ষঃস্থলে 
যথারীতি,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Kay Smith 

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

subtle emotion 

মরুমায়া - -


সে কোন এক মরুমায়া মাঝে মাঝে 
অত্যন্ত কাছে, কখনো বহু -
দুরে ডাক দিয়ে যায় 
ছলনাময়ী 
সুরে, 
কোন অন্ধ কুঠুরির সে লুকানো - -
অভিলাষা, থেমে থেমে 
খুলে যায় গিঁট
বাঁধানো 
আলো, বেঁধে রাখতে চায় আমার -
অবগতি, সে জানি না কি 
যা খুঁজে মধ্য রাতের 
নীরবতা ভেঙে 
অন্তর 
তলে, দেহের পুরাকালীন অবশিষ্টে 
এক শব্দহীন অনুভূতির 
ছাড়া কিছুই নেই,
সে কোন 
তৃষা 
নিয়ে দগ্ধ বুকে চেয়ে রয় শ্রাবণের 
শেষ প্রান্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emotional beauty 

অন্তিম ইচ্ছা - -

ওই গভীর আর্তনাদের প্রতিধ্বনির -
আয়ু ছিল খুবই অল্প, ফিরে 
এসেছে শহর পেরিয়ে 
নিকটস্থ ভগ্ন 
মঠের 
গা ছুঁয়ে, পথের সমস্ত গ্রাম গঞ্জ তখন 
প্রগাঢ় ঘুমে লিপ্ত, কেউ কি জানে 
ওই শেষ প্রহরে ঝরে 
যাওয়া সিক্ত -
ফুলের 
বেদনা, বায়ুমণ্ডলে শুধুই ভাসে কিছু 
ফেকাসে গন্ধের মাঝে ব্যথিত 
ভাবনা, আসলে সবাই 
নিজের মধ্যে 
সীমিত,
কত কি ঘটে যায় আশেপাশে কত -
জনের মনে থাকে, জীবনের 
নিজের আছে বাধ্য -
বাধকতা !
তবুও 
একান্তে মানুষ কখনো যদি ভাবে !
ওই হারানো করুণ ডাকে 
কোথায় যেন ছিল 
নিজস্ব 
এক অদৃশ্য প্রতিফলন বেঁচে থাকার 
অন্তিম ইচ্ছা, যেখানে সব 
ধর্ম অধর্মের সংজ্ঞা 
অর্থহীন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist  Kathy Los-Rathburn


বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৩

আমার বাংলা ভাষা - -

সে অনেক কিছু বলে গেছে অনর্গল,
উদ্বাস্তু, ছিন্নমূল, দেশহারা,
পলাতক, নিয়তি 
আমার 
চির দিনই অস্থির হেঁটে যায় তীক্ষ্ণ 
বিষাক্ত তীর ভরা পথে, না 
আমি কিছুই সাফাই 
দিতে চাই নি, 
আসলে 
সে আজ ও বুঝতে পারে নি মনের 
গভীরতা, যেখানে আছে 
অনন্ত উপলব্ধি !
মাতৃ -
ভাষার সাথে জড়ানো মেঘনার - -
তরঙ্গ, পদ্মা হতে ভেসে 
আসা ভাটিয়ালি 
সুর, পুকুর 
পারে 
দাড়ানো একাকী বালিকার হাতের 
স্বপ্নভরা শালুকের বৃন্ত, সে 
এখনো ভাবে আমি 
নিঃশেষ 
পথিক, ঘুরে বেড়াই পথে পথে, কিন্তু 
সে কি জানে আমি আজ ও 
শ্রীমন্ত ! সব কিছু 
হারিয়েছি 
সেটা 
সত্য, তবু ও আমার বুকে আছে  - - 
জড়ানো আমার মাতৃ ভাষা,
ব্রহ্মাণ্ড হতে বিরাট 
আমার বাংলা 
ভাষা।
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


original painting by artist Donna Pomponio 

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৩

বৃষ্টি হয় নি - -

ঝাপসা মেঘের উঁকিঝুঁকির মাঝে 
যেমন এক অদ্ভুত গোমড়া 
ছায়া ঘনিয়ে আসে,
ঠিক সে 
দিন 
হৃদয়ে ছিল, ঝরে যাওয়ার এক -
বিচিত্র উত্কন্ঠা, সাঁঝের 
ছিল নিজস্ব বাধ্যতা,
তাই অনিচ্ছায় 
বুকের 
আঁধার খুলে আলোর অভিলাষ !
সেই গভীর গিরিখাতের 
অদৃশ্য অরণ্য -
নদীর 
বহে যাওয়া শব্দে বোধ হয় টের
পেয়েছিলাম, এক নীরব 
চোখের আমন্ত্রণ,
 অথবা 
উত্সর্গের আগে বিগ্রহ নিয়ন্ত্রণ,
সে দিন বৃষ্টি হয় নি তবুও 
জানি না কোন গোপন 
কোণের মেঘ !
ভিজিয়ে 
গিয়েছিল অন্তর্তমের অস্পৃষ্ট সব 
অংশ পরিপূর্ণ ভাবে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



ART BY JEFF ROWLAND 

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৩

মেঘের দ্রোহ - -

সে কোন অগ্নিবৃষ্টির দহন, নিবিষ্ট করে 
দেহে, জীবন করে প্রতীক্ষা মেঘের 
আকস্মিক বিস্ফোরণ,
আকাশ তখন 
অচেনা !
প্রতিশ্রুতির আবেদন ফিরিয়ে রেখে - -
যায় ক একটা সজল বিন্দু 
ঠিক জানালার 
ভাঙা 
কাচের ফাটলে, অপর পারে ফিকা নীল 
আলোয় মন খুঁজে বিগত বর্ষা -
মুখর রাতের জোনাকির 
খামখেয়ালী, 
আরশির 
বুকে বারে বারে নিজের প্রতিচ্ছবির - -
অশেষ সন্ধান, ক্রমশঃ নিস্তেজ 
নিষ্প্রভ হয়ে যাওয়া 
নিশীথের 
ওই মায়াবী গহিন আঁধারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist - Christine MacLellan

রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৩

সাধ - -

দিবা নিশির ওই মিলন বিন্দুর তীরে 
বসে রয় মম ধুসর ভাবনা, 
অনন্ত অপেক্ষা নিয়ে 
বুকে, হয় ত
কোনো 
এক দিন, তার প্রণয়ের প্রতিফলনে 
জাগবে, কিছু মিহি রঞ্জকের 
অপরূপ রঙ, কিছু 
সিক্ত পরশ 
ছুঁয়ে 
যাবে মরুভূমির আকাশ, পুনরায় - - 
হয় ত জেগে উঠবে ফণী -
মনসার চারা, তাই 
উন্মুক্ত বক্ষে 
চেয়ে 
রয় জীবন সেই চোখের অস্থির শিশির 
কণা - - 
* * 
- শান্তনু সান্যাল 
art - desert-flowers- by gina-femrite

http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩

দীর্ঘ সজলতা - -

কত দূর সে ছিল সহ যাত্রী, কত দূর সঙ্গে হাঁটার 
ছিল মিথ্যা ভান, তফাৎ খুঁজতে খুঁজতে,
গেছে ফুরিয়ে সংবেশিত মুহূর্ত,
তার জিদের আগে 
হৃদয় ছিল 
খুবই নিরুপায়, কাজেই থামানো যাই নি কোনো 
ভাবে ওই বলাৎ অনুপ্রবেশ, সময়ের হাতে 
অনিচ্ছায় সমর্পণ, আঁধার কি 
আলো, মন্দ কি ভালো,
তখন শুধুই 
চোখের সম্মুখে হরিত প্রদেশ, মৃগনযনী  ভাবনা - 
আর সুদুর বিস্তারিত মরিচিকার বিন্দু 
বিন্দু ঝরে যাওয়া, জীবন তখন 
যেন দাঁড়ানো যমজ পথের 
মোড়ে একাকী
পথিক !
খুঁজে অদৃশ্য বিভাজক রেখা, ভাঙা মাইলফলক,
কিছু ছড়ানো পথের ধারে কৃষ্ণচুড়ার 
শুকনো ফুল, উড়ন্ত জীর্ণ 
পল্লবে, অস্থির 
শিশির 
বিন্দুর কিছু খোঁজখবর, দিতে চায় দীর্ঘ - - - 
সজলতার শুভকামনা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



moonlit-eucalyptus - by artist Eyvind Earle

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩

উদ্ভাসিত জগৎ - -

আবার আকাশ দেখি পলাশ ছোঁয়া, -
আবার কে যেন আড়ালে 
রেখে গেছে  ঠিক 
জানালার 
প্রান্তে কাঁচা মাটির পুষ্পাধার, হৃদয় 
ঝিলে আবার বুঝি ফুটতে 
চায় আবেগের সুপ্ত 
কুঁড়ি, কিছু 
আধ 
জাগা স্বপ্নের বুকে কে যেন লিখে - - 
চলেছে শৃঙ্গারময় কবিতা, 
পুনরায় মনে হয় -
জীবন উড়ে 
যেতে 
তত্পর শিমুল তুলোর সাথে, কোন 
অজানা সদ্য মুকুলিত অরণ্য 
কুঞ্জে, কোথায় হতে 
ভেসে আসে 
অজ্ঞাত 
অনুরণন, মেখে গায়ে বিগত রাতের 
জোছনার মিহি কণা, কার 
পরশ লেগে, দেহ ও 
প্রাণে জাগে 
সুবর্ণ 
আভা ! ক্রমে ক্রমে যেন অস্তিত্ব হয় 
চলেছে অভিমন্ত্রিত, কোন 
অদৃশ্য প্রণয়ের অবুঝ 
মোহিনী মন্ত্রে,
জীবন 
ছুঁতে চায় পুনরায় দিগন্ত পারের - - 
কল্পলোকের উদ্ভাসিত 
জগৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Carmen Melton

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩

পরম বিন্দুর পথে - -

উপশমের ভিড়ে জীবন খুঁজে শুধুই তার 
চোখের সিক্ত প্রলেপ, বাহ্য দেহের 
মর্মঘাতের আয়ু ছিল 
অল্পকালীন,
সময়ের 
সাথে গেছে হারিয়ে, অন্তর তৃষা চিরন্তন 
করে যায় সন্ধান, সেই অদৃশ্য 
সত্তার পুনরাবির্ভাব, 
অনন্ত প্রেমের 
গহিন 
স্বীকারোক্তি ! হৃদয় দহনের পূর্ণ সমাপ্তি,
যেখানে মুক্ত আকাশ, পৃথিবী 
শান্ত স্থির, দুরন্ত  মহা 
সাগরের ঢেউ 
চায় 
চিরস্থায়ী শান্তি, সেই পরম বিন্দুর পথে 
অগ্রগামী ভাবনার একাকী 
পথিক - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/


blooming emotion 

রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৩

জীবন তৃষা - -

আশ্চর্য্য বৈকি ! সে না কি এখনো চেয়ে রয় উন্মুক্ত 
আকাশের নীল শুন্যতা, মেঘের বাড়ির 
ঠিকানা, কবে গেছে যে হারিয়ে,
সে না কি এখনো খুঁজে 
আঙুল ডগায় 
লেখা 
সেই অতীতের কাচিক জানালায়, নিঃশ্বাসের লিপি,
কিছু অবুঝ ধোঁয়াটে বর্ণমালা, পাহাড়ের 
বুকে উঠন্ত বাষ্পের কোন এক 
ভেজা সকাল, সে না কি 
এখনো বসে রয়,
ধরতে 
রঙ্গীন প্রজাপতির ঝিলমিল ডানা, শেওলা ভরা - - 
ঝিলের তীরে, মেঘের ছায়ার অভিলাষে 
সে না কি দিন প্রতি দিন হয় 
উঠছে ভিন্নদেশীয় 
ফুলের চারা,
মাটি 
বদলের ফলে যায় শুকিয়ে বারে বারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsworld.blogspot.com/
artist jeff white

শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৩

আকাশের অজ্ঞতা - -

অন্তরে লেখা মৌন কাব্যের সীমানা
ছিল সীমাবদ্ধ, তাই প্রেমের
পরামিতির মাঝে
জীবন
বাঁধা যায় নি, সে এক রিক্ত অঙ্গুরী
রত্ন বিহীন পড়ে রইলো,
পরিত্যক্ত, সিক্ত
আঁখির
তীরে, ফিরে গেছে জোয়ারের ঢেউ
বহু বারে, ছুঁতে পারিনি
কেউ সেই গুপ্ত
তৃষার
মূলবিন্দু, উড়ে গেছে মেঘের বাষ্প,
বুকে চাপিয়ে ঘনিভুতের
অশেষ কামনা !
ধুসর
মরু চেয়ে রইলো চিরন্তন আকাশের
অজ্ঞতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Scott Milo 

শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

কস্তুরী গন্ধ - -

কিসের সংশয় কি যে দ্বিধা, জানি না, তবুও 
সে ছুঁয়ে যায় আড়াল চোখে, অন্তরঙ্গের 
ধুসর ভূমি, সেই অদৃশ্য পরশে 
আছে বহু অর্ধ সুপ্ত 
অভিলাষের 
গন্ধ !
নেত্র যবনিকার ওই পারে মনে হয় এখন !
স্বপ্ন অলঙ্করণের পালা, বুকের মাঝে 
ধীর সুরে পদ্য আবৃত্তি, কিংবা 
অপ্রত্যাশিত ভাবে শুষ্ক 
কন্ঠে, কার যেন 
স্মৃতির 
হেঁচকি, তার আনত চোখের তীরে ভেসে -
চলেছে ত্রিভুবনের মায়াজাল, জল 
স্থল আকাশ, সব কিছু যেন 
জড়িয়ে নিজের বুকে 
সে এখন পূর্ণ 
উদাসীন,
ধাবনশীল জীবন শুধুই খুঁজে বেড়ায় তার 
প্রণয়ের কস্তুরী গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by - Pink Magnolias by Joe Cartwright



বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৩

অবিদিত যাত্রী - -

এই রাত যেন রহস্যময় কুহকী,
ফেলে চলেছে মায়া জাল 
সমস্ত দেহ হতে 
প্রাণে, কে 
তুমি 
অবিদিত যাত্রী, সরাসরিভাবে -
করে চলেছ হৃদয়াঞ্চলে 
অনুপ্রবেশ, না 
কোনো 
অনুমতি, না কোনো সম্মতি - -
যথেচ্ছভাবে থাকতে চাও 
অন্তরের মাঝে !
অনন্ত 
আলোর রূপে, কে তুমি হে পান্থ !
একাকী, করে যেতে চাও 
অবৈধ দখল জীবন
ধরাতলে, 
অবাধগতির সাথে - - - 
* * 
- শান্তনু সান্যাল 
By artist - martin johnson heade

http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩

সাক্ষাৎকার - -

সত্যি কি মিথ্যে বুঝি না, এইটুকুই জানি যে 
তার অন্তর্নিহিত চোখে ছিল কিছু 
অবর্ণিত অভিপ্রায়ের 
ঝিলিক, এক 
সাধ 
অমিমাংসিত ! ঐকান্তিক বাসনার সুরভি - 
তাই আমিও খুলে গেছি সঙ্কুচিত 
পাপড়ির আবর্ত, সেই 
আনত নেত্র -
পল্লবের 
শিশির কণায় ছিল, জীবনের সারাংশ কি - - 
প্রেমের প্রতিবিম্ব, বিহ্বলতা রইলো 
বুকের মাঝে যেন চিরস্থায়ী 
রহস্যের রূপে, সেই 
গোপন ও 
মৌন সম্মতির সাক্ষী ছিল, আবছা আলোয় 
আলোকিত কিছু বুনো তুলসীর গন্ধ,
কিছু জোনাকির দপদপানি,
কিছু দীর্ঘ নিঃশ্বাসের 
ছোঁয়া, এক 
অপরিচিত জীবনের সাথে সাক্ষাৎকার - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

rose and moon 

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৩

নিজের সত্তা - -

অভিমন্ত্রিত সে কোন এক রাতে, বলেছিলে 
জীবনের পূর্ণতা আছে আমার চোখে,
ওই আঁধার ও আলোর খেলায় 
জানিয়ে ছিলে খুবই 
সহজে, মনের 
অতল 
তলে আছে শুধুই আমার প্রতিচ্ছায়া, এক 
অনন্তকালীন অনুবন্ধ, আর যেন 
অনেক কিছু, সেই কাব্যিক 
রাতের নিগূঢ় মুহুর্তে,
জীবন ছিল 
অজ্ঞাত 
বাজির হাতে, প্রগাঢ় আবেগ, বহে গেছে -
ভাবনার অবশ তরঙ্গে, শেষ 
প্রহরে আর খুঁজে পাওয়া 
যায় নি, দেহ ও 
প্রাণের 
সংযোগ বিন্দু, এক পরকীয় মধুর গন্ধে 
তখন অস্তিত্ব হারিয়ে চলেছে 
নিজের সত্তা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art of Anthony Orme