শনিবার, ২৪ মার্চ, ২০১২


ফিরে আসি বারে বারে -- 

ওই সুর যে প্রাণ হতে ভেসে আসে, চোখের জলে 
লিখে যায় অগোচর প্রেমের মহাকাব্য, সে
একটি ভাবনা যে থেমে রয় শিশির 
বিন্দুর বুকে ফুলের হাসির
রূপে, তাজমহল কি 
কাচের মহল 
তার আগে কিছুই নয়, শুধুই রাজবংশীয় এক 
প্রদর্শনী, ওই আড়ম্বরের বাহিরে ছিল 
হয় ত তার ভালবাসা, সেই 
ক্ষয়িত দেয়ালের চুনে, 
কিংবা ভাঙা
জানালার 
কাচে, ছিল আটকিয়ে যেন ঝরা পালকের রূপে, 
সে যেন শৈবালিনি নামের নায়িকা 
জড়িয়ে রয়েছে প্রাচীরের 
বুকে যুগ যুগান্তর 
হতে, বেঁধে 
আছে 
শুন্যে প্রণয়ের বাসা, প্রলয়ের পরে ও যেন খুঁজে 
যায় মরমীর সন্ধান, সে যে এক ঘিঞ্জি 
গলির নিঃশ্বাস জেগে রয় দিবা 
নিশি, ভরে যায় জীবনে 
কাল্পনিক সুবাস, 
অঝর শ্রাবণ 
ধারায় 
ধরে রাখে আমার হৃদয়ের বিধ্বস্ত স্তম্ভ, ক্ষণিক
সেই স্পর্শ থামিয়ে রাখে ভাঙনের 
কালচক্র, ফিরে আসে প্রাণ
বারে বারে ওই প্রাণ -
ঘাতক
উপত্যকার উপর হতে, তাই আমি আবার তাকে 
ভালোবাসি নতুন পরিভাষা নিয়ে 
বুকে - - 

- শান্তনু সান্যাল
paiting - Ralph F Perdomo's Albums