শনিবার, ৩ মার্চ, ২০১২


বন্য আবেগ

কে জানে কোথায়, কোন প্রান্তে উড়িয়ে নিয়ে যাবে 
বাসন্তী সমীরণ, জীবনের  ঝামর পৃষ্ঠ গুলো 
ঝরে  চলেছে একে -একে, কার 
ছোঁয়া আবেগের পাতায়,
সবুজ  বোঁটা এখনো 
রয়েছে দাপটে 
ধরে শ্বাস তন্তু, জানি না কার অনুরাগে  ঘিরে 
থাকে  উদ্ভট সুরুভি, যদ্যপি কবে যে 
ঝরে গেছে  বীথির নিশিগন্ধা, 
কে গেছে ভরে ভাবনার 
মঞ্জরি, ঝঞ্জার 
আঘাতে ও 
যেন স্বপ্নের আকাশ ঝলমলিয়ে রয় নয়নে, ঝরে 
নীল আলোর সুধা সারা রাত, ঘুরু ঘুরু 
করে ঘুমের মেঘ উড়ে যায় বুক 
হতে অধর পার, থেমে
রয় চোখের ওই 
পান্থশালায়, 
কার পলাশরঙ্গী ভালবাসা রাঙিয়ে যায় দেহ প্রাণ.

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Carea arborea