সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

রেশমি আবেগ - -

আলোর স্রোত থামে না কোনো
দিন, আকাশ যতই না
হোক বিষন্নতায়
লিপ্ত, জীবনের
অসংখ্য
স্বপ্ন বহে যায় অবিরল বেগে - -
এক প্রান্ত হতে অন্য দিকে।
বলা বাহুল্য যে এটা
আরশি নগর,
সুদুর
পথে যদিও কোনো প্রতিবিম্ব নেই,
সমস্ত সুজন চেহারা ছিল
খুবই রহস্যময়,
আসুরিক,
অবশ্যই দূরে তারা ছিল মেঘে -
ছাওয়া নীলগিরি। শুধু
আমিই ছিলাম না
এখানে লুন্ঠিত
মুসাফির,
চোখ খোলা মাত্র দেখি সারা - -
আকাশই ছিল খালি, আর
চারদিকে ছিল ছড়ানো
কিছু বিখণ্ডিত
তারকের
অবশেষ। তবুও, চল এক বার
আবার বুনি শেষ রাতের
ওই সুরভিত স্বপ্ন
মালা ! কিছু
রঙীন
সুতো, বুকে রইলো তোমার, কিছু
রেশমি আবেগ, এখনো
চোখে আছে
আমার।

* *
- শান্তনু সান্যাল
 

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

নিরাপদ কোণা - -

জীবনের প্রবাহ যথারীতি বহে যায় আলো -
আঁধার পেরিয়ে সুদুর অজানা প্রান্তরে,
ওই নির্ঝর পথের দুই কিনারায়
শৃঙ্খলাবদ্ধ রয়েছে অসংখ্য
সাজানো সারি সারি
শোরুম আর
মায়াবী
জগতের প্রতিফলন। কিছু পরিচিত চেহারার
মাঝে, আবার দেখি ভেসে উঠছে নানান
ভাবভঙ্গিমার মুখোশ ! জীবন খুঁজতে
চায় ওই ভিড়ে নিজের হারানো
অস্তিত্ব, ঠিক মরুমৃগ সম
চির পিপাসিত টিকে
থাকার অনুভূতি,
জীবনের
লুপ্ত ধারা যখন অন্তঃবিন্দুর খুব কাছে তখন
দেখি তুমি দাঁড়িয়ে আছো, চিরাচরিত
পলাতক ভালবাসার রূপে, নিঃশব্দ
চোখে ভরে আছো, সজল
আবেগের মেঘলা
আকাশ !
এমন সমযে, আমার বেদুইন বৃত্তি, হ্রাসের -
দিকে যায় এগিয়ে, আর আমি ফিরে
যেতে চাই, তোমার হাত ধরে
পুনরায়, সেই ভাঙন -
ভরা জগতে,
যথারীতি
হৃদয় আবার বাঁধতে চায় ধ্বংস নীড়, তাই
জীবন, পুনরায় খুঁজে নিরাপদ কোণা।

* *
- শান্তনু সান্যাল




মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

চির দগ্ধতা - -

শেষ প্রহরে যখন গেছে ঝরে সমস্ত
নিশিপুষ্প, তখনও তুমি ছিলে
আবদ্ধ সাংঘাতিকভাবে,
আমার বুকের ওই
পল্লব - বিহীন
পিঞ্জরে !
গভীর রাতের উষ্ণ নিঃশ্বাসে তুমি
যেন মায়াভরা চন্দন বনের
সমীরণ, আহত জীবনে
ঢেলে চলেছ অদৃশ্য
কোনো জাদুর
বশীকরণ !
সুদুর বাঁশের বনে যখন দাবাগ্নির
উত্সন্নতা, তখন তুমি সহসা
প্রাক বর্ষার ধারা, ভিজিয়ে
যেতে চাও আমার
বুকের চির -
দগ্ধতা !

* *
- শান্তনু সান্যাল