সে দিনের গহন আবেগ
ওই মায়াবী রাতের একফালি ছায়া, কি এখনো
জড়িয়ে আছে দেহ ও প্রাণে, কত কাছে
এসে ভেসে গেছে মেঘের দল,
বন্ধ জানালার কাচে
লিখে গেছে
সজল
কবিতার ভাসা ভাসা অনুভূতি, হয় ত সে -
খুলে নি চোখের বাতায়ন, কুয়াশায়
ঢাকা রইলো চিরতরে, প্রণয়ের
অঙ্কুরিত চারাগাছ, সেই
শীত নিদ্রায় জেগে
আছে সম্ভবতঃ
আজ ও
কিছু জীবনের স্বপ্নীল মুহূর্ত, ক এক ফোঁটা
অশ্রু জল, কিছু অপূর্ণ প্রতিশ্রুতি,
শ্রাবণের সিক্ত সন্ধ্যা, কিছু
আনত নিশিগন্ধার
অপ্রস্ফুটিত
গুচ্ছ - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/