কৌশিকীয় তন্তু
ভরা আসরে, জানি না কেন তার ডবডবে আঁখি,
সবাই ত তার আপনজন, সবাই নিকটবর্তী,
তবে কীসের গোপন ব্যথা ভেসে
উঠলো অকস্মাৎ বুকের
মাঝে, জানতে
চেয়েছিল
সে দিনের ক্লান্ত সন্ধ্যা, মখমলি আঁধারে, জড়িয়ে
রাখতে চেয়েছিল তার অশ্রুপূর্ণ সংবেদন,
সর্ব বিদিত তার ধর্য্যের অভিমান,
তাই ভাঙ্গনের কারণ
জানতে চেয়ে
ছিল
গ্রীষ্মের গুটিয়ে যাওয়া পাহাড়ী প্রবাহিনী, কিন্তু
সে সুন্দর ভাবে মুছে নিয়েছে চোখের
সজলতা, অজুহাত রইলো যেন
অপ্রকাশিত কবিতা, পাট
করে রেখে দিয়েছে
অতীতের
পৃষ্ঠা,
আঁচলের কোণায় হয় ত লেগে আছে লাবণিক
ভালবাসা, অসীম অদৃশ্য দাগের রূপে,
ধরে আছে হৃদয়ের কৌশিকীয়
তন্তু একাধিকার
ভাবে - - -