বুধবার, ৭ মে, ২০১৪

রাত্রি শেষে - -

রাত্রি শেষে ভিজিয়ে গেছে যাযাবর 
মেঘের দল, মনের মালঞ্চে
সিক্ত অনুভূতি 
কুড়িয়ে 
যেতে চায় ভাবনার ঝরানো ফুল - 
শুধিও না বারে বারে গোপন 
মুহুর্তের ওই রহস্যময় 
কাহিনী, কিছু 
জীবনের 
পৃষ্ঠা থাক না অন্তরতমে অন্তর্ভুক্ত,
ওই হাসির আছে নিজস্ব 
এক লাবণ্য, যে 
ঝরেছিল 
চোখের তীরে লবণীয় বিন্দু রূপে,
তার অভ্যন্তরীণ গভীর 
প্রণয়ে ছিল এক 
অবর্ণিত
আবেগ আমি গেছি হারিয়ে সব - -
কিছু সহজ ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
flowers-in-the-rain-sidney-vaughn