সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

অগ্নি রেখা - -

কোন পথ হারানো একাকী পান্থ, বাদল রাতে 
চেয়ে ছিল সকালের ঠিকানা, আকাশ 
ছিল থমথমে, মেঘে ঢাকা, তাই 
ঠাহর করতে পারি নি,
পৃথিবী ও অভ্রের 
মিলন বিন্দু, 
দিয়ে 
গেছে অপ্রত্যশিত ভাবে ভীরু ডাক, নামহীন 
সেই পথের আলাপ নিয়ে বুকে, জীবন 
খুঁজে তার অকস্মাৎ অন্তর্ধানের 
কারণ, মধ্যরাতের সেই 
কড়া নাড়ার শব্দে 
এখনো যেন 
আছে 
রহস্য রোমাঞ্চ, বিস্ফারিত চোখের গভীরে 
ছিল, জানি না কিসের সন্ধান, অগাধ 
সেই চোখের গভীরে ছিল কত 
গুপ্ত কাহিনীর কৈফিয়ৎ !
তার বিলীনতার 
পূর্বে সে 
জানিয়ে গেছে অনন্ত প্রেমের সীমানির্দেশ !
স্পষ্ট ভাবে টেনে গেছে অগ্নি রেখা,
দেহ ও আত্মার মাঝের সেই 
শূন্যস্থানে, রেখে গেছে 
বিরাট প্রশ্নচিহ্ন,
উন্মুক্ত 
দরজা ও পথের, অদৃশ্য দুরুত্বের মাঝে 
সে শুধুই রেখে গেছে নিশিপুষ্পের 
শাশ্বত গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
no idea about artist 1