ওই নেত্র পল্লবের ডগায় অস্থির জলবিন্দু !
জনশূন্য করে গেছে, হৃদয়ের হরিৎ
প্রদেশ, মরু প্রান্তর নিয়ে বুকে
জীবন ঘুরে মরে মৃগ
তৃষ্ণার পিছনে,
করে ত্রাহি
ত্রাহি !
কিসের লাগি ধেয়ে যায় নিশীথের আঁধারে,
নাহি চন্দ্র আকাশে নাহি নীহারিকার
কোনো হদিস, কার চোখের
দীপ্তি টেনে নিয়ে যেতে
চায় সুদুর অদৃশ্য
জল স্রোতে,
বিচিত্র
কৌতুহল, প্রণয়ের যক্ষ প্রশ্ন নিয়ে উপস্থিত,
নীলাভ সঘন রাত্রি হঠাৎ যেন
মহাকায় দর্পণ, প্রেমের
অগ্নি পরীক্ষার
জন্য করে
যায়
নির্বস্ত্র, ওই আবরণহীন গায়ে মেখে যায় -
চিরদহনের অঙ্গার - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/