অট্টহাসের শেষে ছিল কিছু ক্ষণের নীরবতা,
সেই নিঃশব্দ মুহূর্তে ছিল পরাজয়ের
দংশ, অচিহ্নিত জখমের
উপরে লবনাক্ত
জলের
সিঁচন, ব্যথা বেদনা পেরিয়ে বিষ মুক্ত হয়ে
ওঠা, তার ঠিক পরের ঘটনা ছিল
কিন্তু কালজয়ী, বোধ হয়
সময় নিজেই বুঝতে
পারি নি যে
এমন
ও ঘটতে পারে, এখন জীবান্তক ক্ষমা যাচক,
বিশাল বন্য মোষের পাল এক প্রান্তে,
অন্য দিকে আশঙ্কিত সিংহ -
রাজপরিবার, যখন
শোষণ যায়
ছাড়িয়ে
সহ্যসীমা, তখন সভ্যতা সংস্কৃতির দোহাই
অর্থহীন, নির্লজ্জতার পরিভাষা যায়
ক্ষণিকে বদলিয়ে, জীবন ও
মরণের পার্থক্য
লেশ মাত্র,
নগ্ন কি পূর্ণাঙ্গ ঢাকা, দেহের বাহিরে তখন
মানবশাস্ত্র, ধর্ম দর্শনের ছেঁড়া
পৃষ্ঠাগুলি উড়ে চলেছে
সুদূরে, অস্তিত্ব
রক্ষার
মহাভারত থামানো সহজ কোথায়, ছদ্ম
দেবব্রতের মুখোশ তখন নিজে
নিজেই খসে পড়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/