নিজস্ব সহিষ্ণুতায় আমার ভীষণ -
সম্ভ্রম ছিল, জানি না আজ, কি
যে হলো, চোখের বাঁধ
সহসা ভেঙে
গেল,
বুকে জমানো মেঘের প্রতি আমার
গভীর শ্রদ্ধা ছিল, জানি না
আজ, সন্ধ্যার আবছা
আলোয় কি যে
হলো
দমকা হাওয়ার সাথে নয়নকোণ
হতে বিন্দু বিন্দু ঝরে গেল,
জীবনের ঊষর ভূ -
ভাগের জন্য
আমার
হৃদয়ে খুবই দুর্বলতা ছিল, আজ -
রাতের রহস্যময়ী আঁধারে
জানি না কি যে হলো,
তার প্রণয়ের
প্লাবনে
সমস্ত দগ্ধ ভাবনার কোটর ক্রমে
ক্রমে ভরে গেল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by John La Farge
সম্ভ্রম ছিল, জানি না আজ, কি
যে হলো, চোখের বাঁধ
সহসা ভেঙে
গেল,
বুকে জমানো মেঘের প্রতি আমার
গভীর শ্রদ্ধা ছিল, জানি না
আজ, সন্ধ্যার আবছা
আলোয় কি যে
হলো
দমকা হাওয়ার সাথে নয়নকোণ
হতে বিন্দু বিন্দু ঝরে গেল,
জীবনের ঊষর ভূ -
ভাগের জন্য
আমার
হৃদয়ে খুবই দুর্বলতা ছিল, আজ -
রাতের রহস্যময়ী আঁধারে
জানি না কি যে হলো,
তার প্রণয়ের
প্লাবনে
সমস্ত দগ্ধ ভাবনার কোটর ক্রমে
ক্রমে ভরে গেল - -
* *
- শান্তনু সান্যাল
art by John La Farge