জীবনের পড়ন্ত বেলায়, কোলাহলের শব্দগুলি যেন
art by Avi Shankar Ain - Bangladesh
হঠাৎ ভগ্ন, নীরবতার মাঝে নিখোঁজ কিছু
চেনাশোনা মুখাকৃতি, সন্ধ্যার শেষ
আলোয় চাইছে জীবনের
পরিচয়, কোথায়
এত সহজ
নিজেকে পুনরায় গুছিয়ে আবার যাই আয়নার - -
মুখোমুখি, ঘোলাটে আলোর নিজের এক
সৌন্দর্য্য আছে বৈকি, মানুষ আর
খুঁজে পায় না ধরাতল,
ভেসে রয় নিজস্ব
গভীরে, ওই
হারানো অভিজ্ঞানের বর্ণহীন ছবির পরিধানে - -
রাত্রি দেখতে চায় ভালবাসার কিছু
নিরুদ্দেশ হাতের ছাপ, কিছু
আলিঙ্গনের মধুর
আঘাত !
উড়ন্ত চুম্বনের অনুকম্পন, যবনিকার আড়ালে -
নিমগ্ন দুই দেহের একরূপতা, কিন্তু
পর্দার বাইরে শুধুই ভেসে
রয় সময়ের ছায়া
নৃত্য !
আসেপাশে ছড়িয়ে রয় কেবল ভাঙা ইঁটের বহু
টুকরো - -
* *
- শান্তনু সান্যাল
art by Avi Shankar Ain - Bangladesh