অনেক বার যা বলেছি মৌন চোখের -
ভাষায়, বহু বার তুমি বুঝেছ
সেটা হৃদয়ের অনুবাদে,
তবু ও কোথায়
যেন -
এখনো, আছে কিছু বিশৃঙ্খলা, কিছু
ভুল ধারণা, আসলে অনেক
ভাবনার তরজমা
করা সহজ
নয় -
বহুবার চেয়েছি লিখতে নিঃশ্বাসের
লিপির মাঝে, তোমাকে নিয়ে
এলোমেলো কবিতা,
কিছু অব্যক্ত
ব্যথা -
কিছু ক্ষণিক খুশির বিন্দু, বিসর্গ - -
উপান্ত হতে জীবন চেয়ে
রয় তোমার প্রেমের
রেখাঙ্কন !
জানি না ওই রেখার আয়ু দীর্ঘ কি
অল্প, তবু ও জীবন চায়
অনেক কিছু নীরব
চোখে তোমায়
বলতে - -
* *
- শান্তনু সান্যাল
art by kirtharmon