শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

এখনো অনেক কিছু আছে বাকি - -

অনেক বার যা বলেছি মৌন চোখের -
ভাষায়, বহু বার তুমি বুঝেছ 
সেটা হৃদয়ের অনুবাদে,
তবু ও কোথায় 
যেন -
এখনো, আছে কিছু বিশৃঙ্খলা, কিছু 
ভুল ধারণা, আসলে অনেক 
ভাবনার তরজমা
করা সহজ 
নয় -
বহুবার চেয়েছি লিখতে নিঃশ্বাসের 
লিপির মাঝে, তোমাকে নিয়ে 
এলোমেলো কবিতা,
কিছু অব্যক্ত 
ব্যথা -
কিছু ক্ষণিক খুশির বিন্দু, বিসর্গ - -
উপান্ত হতে জীবন চেয়ে 
রয় তোমার প্রেমের 
রেখাঙ্কন !
জানি না ওই রেখার আয়ু দীর্ঘ কি 
অল্প, তবু ও জীবন চায় 
অনেক কিছু নীরব 
চোখে তোমায় 
বলতে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by kirtharmon

আরশির নেপথ্যে - -

বিগত রাতের শেষ প্রহরে, যখন চাঁদের -
আলো নিষ্প্রভের পথে, নিশাচর 
পাখির সুর, অবরোহের 
দিকে, তোমার -
অপ্রত্যাশিত 
পরশে -
জীবনের অনীহা পৃষ্ঠতল, হয়ে উঠে ছিল 
সহসা, জীবন্ত আগ্নেয়গিরি ! ওই -
স্বপ্নীল মুহুর্তে, তুমি আচমকা
ভাবে গেছ আমায় 
ভালোবেসে,
এখন 
তুমি লজ্জাবতী ফুলের প্রশাখা, চোখের -
পরশে গুটিয়ে চলেছো, লাজুক 
আবেগের জাফরি, নব -
পল্লবিত দেহের 
ভিতরে !
পুরনো আরশির মাঝে তোমার প্রতিবিম্ব
এখন চায় নতুন চিত্রণ, তুমি কি 
তা লক্ষ্য করেছ - - 
* * 
- শান্তনু সান্যাল  
art by Felipe D Tapia