শীতকালের শেষে যখন মহুয়ার গাছে
ফুলের শঙ্কু ধরে, পাতা ঝরার
মৌসুমে অরণ্য নদী গুটিয়ে
বহে যায় সুদুর অঞ্চলে,
ওই মন্থর ধারায়
জীবন খুঁজে,
তার বুকে লুকানো ভালবাসার গুপ্ত -
জলধারা, কখনো শিলা খণ্ডের
নিচে, কখনো ভূগর্ভস্থ
স্রোতের রূপে
ভেসে ওঠে
সিক্ত ভাবনার অর্ঘ্য তার ভাসা ভাসা
চোখের তীরে, কোন পাষাণযুগীন
মন্দিরের ভগ্নাবশেষ তার
প্রণয়ের টেকসইতা,
উৎসন্ন হওয়ার
পরেও যেন
খুলে হাসে জোছনাভরা রাতে, আজও
তার হৃদয়ে ভেসে ওঠে এক অমূল্য
উদ্ভাসন, বাস্তব প্রেম তখন
সুবর্ণ উপলব্ধি, চির
জ্যোতির্ময় !
* *
- শান্তনু সান্যাল