বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

চেনা চেনা গন্ধ - -

তার নিঃশ্বাসে ভেসে রয় খুবই -
চেনা চেনা গন্ধ, হয়'ত
কোথায় কোনো
এক বিন্দুতে
সে মিলেছিল নীহার কণার রূপে
আর নিয়েছিল নিবিষ্ট করে
বুকের সমস্ত ব্যথা
বেদনা, তাই
জীবনটা
মনে হয় কেমন যেন ফাঁকা ফাঁকা,
কিছু গন্ধ বিহীন কিছু রঙ্গহীন,
ঠিক বাসি ফুলের মতন,
নিঃশ্বাসের বৃন্তে জোর
করে আটকিয়ে
থাকা !

* *
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.in/
Shirley Novak Poppies