সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১২


মৌলিকতার হরণ 

ততক্ষণ তার  স্পৃহার ঘোর ভাঙি নি, সে অবিরাম
চোখের পরশে করে চলেছে উদ্বেলিত দেহের 
বহ্নিকুণ্ড, বলিষ্ট মাংসপেশির আদ্যন্তে 
ক্রমশঃ আগ্নেয় গিরির লাভা
স্রাব, সে হাতে না ছুঁয়ে 
করে যেতে চায় 
ইন্দ্রজাল, 
রাতের গভীরতার সঙ্গে ওই সম্মোহনের আবহ !
উন্মাদের পথে অগ্রসর, অদৃশ্য অনুভাবে
মনের শুচি গন্ধ বদলিয়ে চলেছে 
মৌলিকতা, মধ্য রাতে 
মহুয়ার অসময়ের 
ঝরণ, বুকে
বিন্দু বিন্দু আর্দ্রতা, দ্রাবনের  ব্যাপক অনুভূতি,
সুদুর বন প্রান্তরে, বোধ হয় ঝরেছে বৃষ্টি,
মেঘেদের পাগলামি ভিজিয়ে গেছে 
পাংশুল বাউণ্ডুলে বাতাস, 
মাটির গন্ধে মিশ্রিত 
তার ভালবাসা 
জড়িয়ে চলেছে শিরায় শিরায় প্রমত্ততা, রাত 
এখনো অনেক বাকি - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/