বুধবার, ১৩ মার্চ, ২০১৩

অদৃশ্য প্রতিক - -

এখানেই সব কিছু হিসাবনিকাশ, চিত্রগুপ্তের 
অনুজ্ঞা কেবল অদৃশ্য প্রতিক, যাদের 
হাতে আজ কষাঘাত, তাদের 
গলাবন্ধে আছে কিন্তু 
চোরা হাতের 
দৃঢ়মুষ্টি, 
নিয়তির চোখে বালি দেওয়া এত সহজ - -
কোথায়, বিশ্বাস অবিশ্বাসে বাইরে 
সে এক অলৌকিক অনুভূতি, 
আজ তার কপালে 
সাজে রত্ন -
জড়িত 
কিরীট,পরক্ষন কে জানে সব কিছুই নিমিষে 
ধুলিসাত - - 
* * 
- শান্তনু সান্যাল 
Elegance
http://sanyalsplanet.blogspot.com/