এ কেমন মায়া জাল, নিজের প্রতিচ্ছায়া
ঠাওরান করা মুশকিল, বহিরাগত
অস্তিত্ব নিয়ে, জীবন চেয়ে
রয় বিস্ফারিত
চোখে
আয়নার মুখোমুখি, ওই নিস্তব্ধ মুহূর্তে -
হৃদয় চায়, শুধু এক মুঠো আলোর
দান, খাঁচায় বন্দী পাখির
ডানায় যেন মুক্তির
পরশ, শাপিত
পাথরের
বুকে বিলুপ্ত কম্পনের অনুভূতি, অদ্ভুত
তখন মনঃস্থিতি, এক দিকে দৈহিক
প্রণয়ের আগুন, অন্য দিকে
দিব্য চিতা ভস্মের
অদৃশ্য দহন,
এমন
সময়ে ভেবাচেকা জীবন খুঁজে পায় না
কোনটা বাস্তবিক, আর কোনটা
যে নকল জগৎ, আবছা
আলোর মাঝে প্রাণ
ধেয়ে যায়
বহুদূর
রঙ্গীন মরীচিকার পিছনে, বুঝতেই - -
পারে না, কোনটা দিগন্ত রেখা
আর কোনটা সহজ
ভালবাসার
সকাল |
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
japanese art
ঠাওরান করা মুশকিল, বহিরাগত
অস্তিত্ব নিয়ে, জীবন চেয়ে
রয় বিস্ফারিত
চোখে
আয়নার মুখোমুখি, ওই নিস্তব্ধ মুহূর্তে -
হৃদয় চায়, শুধু এক মুঠো আলোর
দান, খাঁচায় বন্দী পাখির
ডানায় যেন মুক্তির
পরশ, শাপিত
পাথরের
বুকে বিলুপ্ত কম্পনের অনুভূতি, অদ্ভুত
তখন মনঃস্থিতি, এক দিকে দৈহিক
প্রণয়ের আগুন, অন্য দিকে
দিব্য চিতা ভস্মের
অদৃশ্য দহন,
এমন
সময়ে ভেবাচেকা জীবন খুঁজে পায় না
কোনটা বাস্তবিক, আর কোনটা
যে নকল জগৎ, আবছা
আলোর মাঝে প্রাণ
ধেয়ে যায়
বহুদূর
রঙ্গীন মরীচিকার পিছনে, বুঝতেই - -
পারে না, কোনটা দিগন্ত রেখা
আর কোনটা সহজ
ভালবাসার
সকাল |
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
japanese art