বুধবার, ১২ জুন, ২০১৩

দিনলিপির ছেঁড়া পৃষ্ঠা হতে - -

স্বপ্ন দৃষ্টা সে এক অদ্ভুত প্রতিফলন, প্রায়ই বেরিয়ে
আসতে চায় আয়নার বাইরে, বাধ্য করে 
তোমায় ভালবাসতে, তাই বিষন্ন 
সন্ধ্যার আবছা আলোর 
মাঝে মন খুঁজে 
তোমার 
ঠিকানা, কিছু সুরুক যে সময়ের সাথে গেছে ক্ষয়ে,
ওই দিনলিপির জর্জর পৃষ্ঠে হৃদয় চায় 
পুনরায় পড়তে, কিছু কবিতা 
কি অকবিতার মাঝে 
জীবন খুঁজে 
প্রথম 
প্রণয় প্রতিশ্রুতি, সে এক বিস্মৃত বর্ষণ মুখর সন্ধ্যা,
দীর্ঘ নীরবতার পরে কম্পিত স্পর্শ, শিরায় 
শিরায় এক অমত্র্য অনুভূতি, পৃথিবী 
তখন সুদুর শুন্যে দোলায়মান, 
নিঃশ্বাসের ওঠা নামার 
শব্দের ছাড়া 
ওই -
মুহুর্তে কিছুই মনে ছিল না, জানালার অপর পারে 
জন অরণ্য তখন বিরলতার পথে, যেন 
এক মহাকায় সাগর তরঙ্গ নিমিষে 
গিলে গেছে রাজপথের 
কোলাহল, 
এক 
বিচিত্র নিস্তব্ধতার মাঝে আমরাও হারিয়ে গেছি 
জানি না, কোন এক অচিন উপগ্রহের 
রহস্যময়ী আবর্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Donna McGee