বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

গোপন সভা - -

সে আবার করে যাবে উচ্ছন্ন মনের জমি,
রেখে যাবে জ্বলন্ত স্পর্শ, মম লাজুক 
অনুভূতি আবার চেয়ে রবে 
আশাতীত মেঘের 
বর্ষণ, বিক্ষিপ্ত 
শ্রাবণ -
ধারা, পুনরায় জাগিয়ে অন্তহীন তৃষা, সে 
উড়ে যাবে সুদুর মালবিকা বনের 
দক্ষিন সাগর তীরে, সেই 
নদীমুখের ভাসন্ত 
বালুময় 
দ্বীপে, ওই নীলাভ আলোর অধিবাসে হয় 
ত আছে জোনাকির গোপন সভা,
স্বপ্নের নিশিপালন, প্রণয়ের 
বীজ রোপন, জীবনের 
পুনরুত্থান - - 

- শান্তনু সান্যাল
misty night