বুধবার, ১১ মার্চ, ২০১৫

ছায়াপথের অধিবাসী - -

আমি গেছি বহুবার বহে, নদীমুখের সাথে
দূর সমুদ্র গভীরে, হারিয়েছি নিজের
অস্তিত্বের দ্বীপ খানি তার
বুকের বিশৃঙ্খল
পৃষ্ঠতলে,
অনেক সময়ে, সে যেন রহস্য ভরা সুদুর
ছায়াপথের অধিবাসী, তার ওই
উদ্ভাসিত প্রণয়ের মোহনে,
আমি ভেসে গেছি
মহাকাশে !
আবার, কতবার দেখেছি তাকে অন্তহীন
মহাসাগরের অশ্রান্ত নাবিকের রূপে,
নিয়ে যেতে চায় আমায়
সুদুর, কোন এক
সপ্তরঙ্গী
দেশে, শুনেছি যেখানে নাকি আছে এক
অবসান বিহীন জোছনার রাত্রি !
ঝরে অষ্টপ্রহর যেখানে দিব্য
আলোর ঝরনা, জীবন
খুঁজে পায় হৃদয়ের
পবিত্র পরশ
পাথর,
কাজেই বারংবার আমি ধেয়ে যাই তার
অদৃশ্য ভালবাসার পিছনে - -

* *
- শান্তনু সান্যাল




 

http://sanyalsplanet.blogspot.in/
mary maxam painting