বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৩

একছত্র সাম্রাজ্য - -

তার পরিযায়ী ভাবনারা আবার বেঁধে গেছে 
রেশমী প্রণয়ের জট, পুনরায় খুলবে -
হৃদয়, একাকী বসে সারা রাত, 
তার ছুঁয়া লেগে আবার 
দেহের শুকনো 
গুলমোহর 
দেখে চলেছে সবুজ স্বপ্ন ! শাখা প্রশাখায় কিছু 
বউলের উদ্ভব, আবার বসন্তের অপেক্ষা,
এ কেমন দহন শিখা বিহীন, জ্বলে 
অদৃশ্য বুকের মাঝে, দেখে 
যায় জীবন, অবুঝ 
প্রতিবিম্ব !
আরশির গায়ে কে যেন আছে লুকিয়ে, মাঝে 
মাঝে হেসে যায় নীরব চোখে, হৃদয় -
স্পন্দনে খেলে রয় বন্য পুষ্পের 
উন্মত্ত সুবাস, অদ্ভুত 
অনুরতির 
সত্তা ক্রমশঃ দেহ হতে প্রাণে করে যেতে চায় 
একছত্র সাম্রাজ্য - -
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
David Dane's  art