বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

স্ব বিশ্লেষণের পথে - -


বৈরাগ্যের মুখোশ রেখে এসেছে জীবন ওই 
দেয়ালের মায়াবী আঁকড়ায়, এখানে 
সত্যের প্রতিফলন, কলঙ্কিত 
নায়কের আর্বিভাব,
নিজের ভিতরে 
নিজেকে 
খুঁজে পাওয়া, চক্রব্যুহ ভেঙে অভিমন্যুর 
পুনর্জন্ম, নগ্ন দেহে গন্গনে অঙ্গার 
শয়ন, এতই কি সহজসাধ্য !
চেহারার উপরে লিপ্ত 
আরেকটি স্তর 
যখন যায় 
খসে, চোখের সামনে ভেঙে চুরমার তখন 
অন্তরতমের দর্পণ, ওই ভাঙ্গনের
মধ্যম পথে লুকিয়ে রয় 
উদ্ভাসিত রহস্যের 
জগৎ,পাপ 
পুন্যের
লেখ চিত্র, পুনঃ প্রবর্তনের প্রক্রিয়া, আঁচ 
থেকে নিস্তার, পরিপূর্ণ জীবনের 
মন্ত্র প্রাপ্তি, স্ব মুল্যাঙ্কনের
পুনরাবৃত্তি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art by El Perro Morao