শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৩

subtle emotion 

মরুমায়া - -


সে কোন এক মরুমায়া মাঝে মাঝে 
অত্যন্ত কাছে, কখনো বহু -
দুরে ডাক দিয়ে যায় 
ছলনাময়ী 
সুরে, 
কোন অন্ধ কুঠুরির সে লুকানো - -
অভিলাষা, থেমে থেমে 
খুলে যায় গিঁট
বাঁধানো 
আলো, বেঁধে রাখতে চায় আমার -
অবগতি, সে জানি না কি 
যা খুঁজে মধ্য রাতের 
নীরবতা ভেঙে 
অন্তর 
তলে, দেহের পুরাকালীন অবশিষ্টে 
এক শব্দহীন অনুভূতির 
ছাড়া কিছুই নেই,
সে কোন 
তৃষা 
নিয়ে দগ্ধ বুকে চেয়ে রয় শ্রাবণের 
শেষ প্রান্তে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
emotional beauty 

অন্তিম ইচ্ছা - -

ওই গভীর আর্তনাদের প্রতিধ্বনির -
আয়ু ছিল খুবই অল্প, ফিরে 
এসেছে শহর পেরিয়ে 
নিকটস্থ ভগ্ন 
মঠের 
গা ছুঁয়ে, পথের সমস্ত গ্রাম গঞ্জ তখন 
প্রগাঢ় ঘুমে লিপ্ত, কেউ কি জানে 
ওই শেষ প্রহরে ঝরে 
যাওয়া সিক্ত -
ফুলের 
বেদনা, বায়ুমণ্ডলে শুধুই ভাসে কিছু 
ফেকাসে গন্ধের মাঝে ব্যথিত 
ভাবনা, আসলে সবাই 
নিজের মধ্যে 
সীমিত,
কত কি ঘটে যায় আশেপাশে কত -
জনের মনে থাকে, জীবনের 
নিজের আছে বাধ্য -
বাধকতা !
তবুও 
একান্তে মানুষ কখনো যদি ভাবে !
ওই হারানো করুণ ডাকে 
কোথায় যেন ছিল 
নিজস্ব 
এক অদৃশ্য প্রতিফলন বেঁচে থাকার 
অন্তিম ইচ্ছা, যেখানে সব 
ধর্ম অধর্মের সংজ্ঞা 
অর্থহীন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist  Kathy Los-Rathburn