সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২


নিরবতার ভাষা 

নিরবতার নাকি নিজের ভাষা থাকে, মুখ ন 
খুলে যেন চোখ যায় সব কিছু বলে, দূর 
থেকে ভেসে আসে মেঘের গায়ে, 
শ্রাবণের অতৃপ্ত প্রত্যাশা, 
বর্ষণের ব্যাকুলতা
নিয়ে যেন 
সে খুঁজে চলেছে তৃষ্ণার্ত ঊষর ভূমির -
শুন্যতা, জীবনের এই সন্ধিক্ষণে 
জেগে রয় অনেক দিনের 
অনুক্ত মনের দ্বন্দ্ব, 
মখমলে ঢাকা 
হীরক
অঙ্গুরী সম অপরিণত লাজুক অভিলাষা,
খুলে যেতে যায় নিজেই যেন 
উপহারের সেই  সাজানো 
বাক্স, উড়ে যেতে 
চায় দামী 
আতরের গন্ধ, প্রলুব্ধ করে চলে তখন 
নিশুতি রাতের মাতাল সমীরণ,
সরে যায় বাষ্প কণিকা,
ক্রমশঃ আরশির 
গায়ে স্পষ্ট 
ভেসে উঠে, প্রণয়ের আর্দ্র  প্রতিবিম্বে পরিচিত 
চেহারা - - 

-- শান্তনু সান্যাল
diamond_ring_by_cassandra