বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

ছায়ার খেলা - -

ছায়ার খেলা চলে সারা রাত, কখনো আমি 
অধোদেশে, কখনো সে আবৃত করে 
আবেশে, গ্রাস করে যায় সব 
কিছু, হৃৎপিণ্ড তখন 
তীব্র আবেগী,
হাড় -
মাংস পেশী বিগলনের পথে, ভাবনার ধুম্র -
ওঠে বুকের পাঁজর হতে, তার এই 
গ্রহণের খেলা ঘনিয়ে যায় 
রাতের অন্ধকার 
আরও বেশি,
বাধা 
দিতে গিয়ে দেখি তার আধিপত্যের পূর্ণতা 
যায় বেড়ে, আবেগের সমস্ত সীমানা 
করে যেতে চায় ছিন্নভিন্ন !
সে মুহুর্তে দেহ যেন 
পরক হাতের 
যন্ত্র -
তার এই বিক্ষিপ্ত প্রেম কি স্পৃহা বোঝার - - 
সময় খুঁজে পায় না জীবন, তখন 
সে এক রিংমাস্টার হাতে 
নিয়ে বিস্ফুরিত 
চাবুক 
দাঁড়িয়ে রয় নৈসর্গিক বৃত্তের মাঝে সটান !
আর আমি ভয়ার্ত সিংহ, করে যাই 
তার আদেশের পালন নীরব 
ভাবে,ওই অভিলাষী 
চোখের নির্দেশ 
অনুযায়ী,
ওই অনল খেলার অন্তিম দৃশ্যে ভেসে ওঠে - 
নতুন সকাল, গায়ে জড়িয়ে সহস্ত্র 
মকরন্দের কণা, প্রণয় 
শিশিরে ভেজা !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
flower shadow